শিক্ষার্থী মো: আরিফুল হকের সাক্ষাত্কার
2021-06-18 19:36:03

শিক্ষার্থী মো: আরিফুল হকের সাক্ষাত্কার_fororder_微信图片_20210618193445

আজকের ‘ঊর্মির বৈঠকখানা-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী মো: আরিফুল হক। তিনি বর্তমানে চীনের ইয়ুন নান প্রদেশের খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন, অর্থোপেডিক বিষয়ের ওপর। লেখাপড়ার পাশাপাশি তিনি চিকিত্সকের সহকারী হিসেবে বিভিন্ন রকমের  অপারেশনে অংশ নেন। আরিফুল মানুষের হাড়-হাড্ডি নিয়ে গবেষণা পছন্দ করেন। তাঁর অনেক প্রবন্ধ বিভিন্ন পত্রিকা ও সামাজিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২১ সালের ১২ জানুয়ারি তার একটি প্রবন্ধ প্রকাশিত হয় চায়নিজ জার্নাল অব টিস্যু ইঞ্জিনিয়ারিং রিসার্চ-এ।

তিনি বিভিন্ন রকমের বিনোদনমূলক কার্যক্রমেও অংশ নেন। ঢাকায় চীনা দূতাবাসের আয়োজিত ‘গল্প পড়া প্রতিযোগিতায়’ প্রথম পুরস্কার পান তিনি। ২০২০ সালে বেইজিং ‘তৃতীয় রেশমপথ যুবক স্বপ্ন’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় শিল্পীর পুরস্কার পান। ২০১৭ সালে সিআরআই’র বাংলা বিভাগের ‘তোমার গল্প বলা’ শীর্ষক লেখালেখি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। ‘পিপলস ডেইলি’ পত্রিকায় ২০১৭ সালের জুন মাসের ১৯ ও ২১ তারিখের অনুষ্ঠানে তাঁর  ফটোগ্রাফিকর্ম বাছাই করে।তিনি চীন স্বেচ্ছাসেবীদের সমিতিতে আন্তর্জাতিক সমন্বয়কারী হিসাবে দীর্ঘদিন কাজ করছেন তিনি ২০১৭ সালে চীনা অলিম্পিক কমিটির অলিম্পিক দিনের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চীনকে ভালবাসেন এবং চীনা সংস্কৃতি অনেক পছন্দ করেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।