জমজমাট আয়োজনে চীনে ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত
2021-06-18 20:11:05

জমজমাট আয়োজনে চীনে ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত_fororder_wenhau

ছবি: ড্রাগনবোট উৎসব উদযাপনে ব্যস্ত সময় পার করছেন একই পরিবারের কয়েকজন

চীনের অন্যতম প্রধান উৎসব হলো ড্রাগন বোট ফেস্টিভ্যাল। একে বলা হয় তুয়ান উ উৎসব। চীনা ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে এই উৎসব হয়ে থাকে। এ বছর উৎসবটি আজ অনুষ্ঠিত হচ্ছে। ড্রাগনবোট উৎসব সমগ্র চীনেই উদযাপন করা হয়। বিভিন্ন প্রদেশে ড্রাগন বোট উৎসবের সংস্কৃতি ও রীতিনীতিতে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে। ড্রাগন বোট উৎসবের ঐতিহ্য আড়াই থেকে তিন হাজার বছরের প্রাচীন।

ড্রাগন বোট উৎসবে সীমবীচির পেস্ট, ডিমের কুসুম, মাংস, সবজির মিশেলে চুংজি নামের একধরনের বিশেষ খাদ্য খাওয়ার রীতি আছে। ড্রাগন বোট উৎসবের আরেকটি প্রধান বিষয় হলো নৌকা বাইচ প্রতিযোগিতা। ড্রাগনের মাথার নকশায় নির্মিত লম্বা ও সরু বাইচ বা ক্যানু ধরনের নৌকা নিয়ে বিভিন্ন দলে প্রতিযোগিতা হয়। কারুশিল্পীরা বিচিত্র রঙে এগুলোতে নকশা আঁকেন।

জমজমাট আয়োজনে চীনে ঐতিহ্যবাহী ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপিত_fororder_wenhau1

ছবি: উৎসবে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

কোন কোন জাতি এ দিনে ভালোবাসা দিবসও পালন করে। এ বছর ড্রাগনবোট উৎসবের ছুটিতে চীনের অভ্যন্তরীণ পর্যটকরা ভিড় জমিয়েছেন পার্কে ও টুরিস্ট স্পটগুলোতে। তবে সবই হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে।

তানজিদ বসুনিয়া