ইউরোপকে নিয়ে বাইডেনের ‘মূল্যবোধের জোট’ গঠনের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে: সিএমজি সম্পাদকীয়
2021-06-18 20:17:44

ইউরোপকে নিয়ে বাইডেনের ‘মূল্যবোধের জোট’ গঠনের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে: সিএমজি সম্পাদকীয়_fororder_0618-6

ইউরোপকে নিয়ে বাইডেনের ‘মূল্যবোধের জোট’ গঠনের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে: সিএমজি সম্পাদকীয়_fororder_0618-5

জুন ১৮: ‘ইউরোপীয় অংশীদারদের আপত্তি স্বত্ত্বেও, চীন ইস্যুকে এজেন্ডায় রাখতে পেরেছেন বাইডেন। তারপর যৌথ বিবৃতিও স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কোনো বিস্তারিত আর্থিক প্রতিশ্রুতি নেই তাতে।’ সিএনএস গতকাল (বৃহস্পতিবার) এমনভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সপ্তাহব্যাপী ইউরোপ সফরের সফলতা-ব্যর্থতা তুলে ধরে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন চীনের বিরুদ্ধে ‘মূল্যবোধের জোট’ বাঁধার জন্য ইউরোপ সফর করেন এবং  জি-৭ শীর্ষ সম্মেলন ও ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রশ্ন হচ্ছে: যুক্তরাষ্ট্রের অংশীদার ইউরোপ কী জবাব দিলো?

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রথমে নিজের মনোভাব প্রকাশ করেন। জি-৭ সম্মেলনে তিনি বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে জি-৭-এর মতভেদ থাকলেও, এই দুই দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য নিয়ে সহযোগিতা করা প্রয়োজন। ‘কারণ, চীনকে ছাড়া এসব সমস্যার সমাধান হবে না।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁ বলেন, জি-৭ ‘চীন-বিরোধী ক্লাব’ নয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক বাণিজ্য এবং উন্নয়নের ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা চালাতে হবে জি-৭-কে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ পরস্পরের নিরাপত্তা-মিত্র হলেও, অনেক ক্ষেত্রেই দু’পক্ষের মতভেদ রয়েছে। এ ‘মূল্যবোধের জোট’ এখন আর ঠিক কার্যকর বলে মনে হচ্ছে না।

 

প্রথমত, দু’পক্ষের কৌশলগত লক্ষ্য ভিন্ন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ‘মূল্যবোধের জোট’-এর মাধ্যমে অবকাঠামো ও প্রযুক্তিগত ক্ষেত্রে চীনের সঙ্গে লড়াইয়ে জয়ী হওয়া। কিন্তু তা ইউরোপের স্বার্থের পরিপন্থি।

দ্বিতীয়ত, দু’পক্ষের মৌলিক স্বার্থ ভিন্ন। যুক্তরাষ্ট্র শুধু নিজের স্বার্থের কথা বিবেচনা করে। চীন ইতোমধ্যে ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।

তা ছাড়া, গত কয়েক বছরে দু’পক্ষের মধ্যে বিভিন্ন কারণে পারস্পরিক আস্থাও কমেছে। তাই, যুক্তরাষ্ট্রের ইউরোপকে নিয়ে চীন-বিরোধী জোট বাঁধার চেষ্টা বলতে গেছে ভেস্তে গেছে। বস্তুত, বহুপক্ষবাদের এই যুগে ‘মূল্যবোধের জোট’ একটি রাজনৈতিক ধাপ্পাবাজি ছাড়া আর কিছু না। (ইয়াং/আলিম/ছাই)