বিশ্বজুড়ে গ্রহণযোগ্য হচ্ছে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি
2021-06-18 19:40:23

বিশ্বজুড়ে গ্রহণযোগ্য হচ্ছে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি_fororder_jiankang

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএস সেন্টার ফর চাইনিজ মেডিসিন -সিসিএম। সম্প্রতি তারা একটি নতুন কর্মসূচি নিয়েছে। সেন্টারটি মার্কিন নাগরিকদের চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি বা টিসিএম শেখাতে চায়।

চীনা নাগরিক ড. চাং সুকাই ইউএস সিসিএমের পরিচালক। তার ভাষ্যে, "মূলত কয়েক হাজার বছর আগে চীনে ঐতিহ্যবাহী ওষুধ বা টিসিএমের প্রচলন শুরু হয়। এখনও ঐতিহ্যবাহী এ চিকিৎসাপদ্ধতি সমানভাবে প্রাসঙ্গিক। এটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।"

সেন্টারটিতে আমেরিকার চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বেইজিং ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিন এসব কোর্সের তদারকি করছে। আকুপাংচার, কিউপিং, ভেষজ ওষুধ ও তুইনা নামের বিশেষ মাসাজ শেখানো হচ্ছে মার্কিন চিকিৎসা বিশেষজ্ঞদের।

চীনা ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতির শুরুটা ভিন্নরকম। একগুচ্ছ প্রশ্নের মাধ্যমে শুরু হয় চিকিৎসা। খাদ্যভাস কেমন, দৃষ্টি ঠিক আছে কি না কিংবা হজমশক্তি, শ্রবণশক্তি ও ঘুমসহ অনেক কিছুই জানতে চাওয়া হয় চিকিৎসা শুরুর আগে। এরপর টিসিএম চিকিৎসক রোগীর শারীরিক পরীক্ষা শুরু করেন। রোগীর জিহ্বা দেখেন ও  রক্তচাপ পরীক্ষার জন্য হাতের কব্জির বিশেষ ৩টি জায়গার পর্যবেক্ষণ করেন।

এ চিকিৎসায় রোগীর কর্মক্ষেত্র ও বাসার মানসিক চাপ এবং পরিশ্রম সম্পর্কেও জানতে চাওয়া হয় এটা বুঝতে যে এসবের ভারসাম্যহীনতা রোগের জন্য কতটা দায়ী। - হাবিবুর রহমান অভি/রহমান