ড্রাগনবোট ফেস্টিভ্যাল এবং উচিশুর কিংবদন্তি
2021-06-18 20:18:30

ড্রাগন বোট উৎসবের বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে। এর একটি হলো একজন বিশ্বস্ত মানুষের দুঃখের করুণকাহিনী। চীনের চিয়াংসু এবং চেচিয়াং প্রদেশে এই কিংবদন্তি খুব জনপ্রিয়।

ড্রাগনবোট ফেস্টিভ্যাল এবং উচিশুর কিংবদন্তি_fororder_wenhau2

ছবি: উ চিশু

উ চিশু(৭২২-৪৮১ খ্রিস্টপূর্ব) ছিলেন চু রাজ্যের অভিজাত এক তরুণ যার জন্ম ৭২২ খ্রিস্টপূর্বাব্দে। তার বাবা ছিলেন রাজপরিবারের বিশ্বস্ত শিক্ষক। কিন্তু রাজা ষড়যন্ত্রীদের কথায় এই প্রবীণ শিক্ষককে বন্দি করেন। শুধু তাই নয়, রাজা উ চিশু এবং তার বড় ভাই উ শাংয়ের মৃতুদণ্ডের আদেশ দেন। বড়ভাই এবং বাবার মৃত্যুদণ্ডের পর প্রাণভয়ে উ চিশু উ রাজ্যে পালিয়ে যান। সেখানে গিয়ে তিনি উ রাজ্যের রাজার প্রিয় পাত্রে পরিণত হন। উ দেশের রাজা যখন চু রাজ্য জয় করে নেন তখন তিনি রাজার সহায়তা করেন। এইভাবে তিনি বাবা ও ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেন।

উ চিশু রাজদরবারে বেশ প্রতিপত্তিও লাভ করেন। কিন্তু সুখ কখনও চিরদিন স্থায়ী হয় না। রাজার মৃত্যুর পর রাজকুমার ফুচাই নতুন রাজা হন। তিনি উ চিশুকে পছন্দ করতেন না। রাজ্যের নিরাপত্তার স্বার্থে উ চিশু নতুন রাজাকে পরামর্শ দেন ইউয়ে রাজ্য জয় করতে। কিন্তু রাজা এই পরামর্শ গ্রহণ করেননি। এদিকে এক পারিষদ ইউয়ে রাজ্যের কাছ থেকে ঘুষ নিয়ে রাজাকে উ চিশুর বিরুদ্ধে উসকানি দিতে থাকেন।এই ঘুষখোর পারিষদের কথা শুনে রাজা তার প্রকৃত মিত্র উ চিশুর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

৪৮১ খ্রিস্টপূর্বে রাজা পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে উ চিশুকে আত্মহত্যায় বাধ্য করেন। মৃত্যুর আগে উ চিশু রাজাকে বলেন যেন তার মৃতদেহ থেকে চোখ দুটি খুলে নিয়ে নগর ফটকে ঝুলিয়ে রাখা হয়। তাহলে তিনি দেখতে পাবেন যে, ইউয়ে রাজ্যের সৈন্যদল কিভাবে উ রাজ্য দখল করছে। এর মাধ্যমে উ চিশু ভয়ানক পরিণাম সম্পর্কে রাজাকে সাবধান করে দিতে চান।

 কিন্তু রাজা একথায় আরও রেগে গিয়ে উ চিশুর মৃতদেহ সুচৌ নদীতে ছুঁড়ে ফেলে দিতে আদেশ দেন। কিন্তু স্থানীয় জনগণ উ চিশুকে ভালোবাসতো। তারা নৌকা নিয়ে তার দেহ খুঁজতে থাকে। এরপর থেকে প্রতিবছর পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে তারা উ চিশুর স্মরণে ড্রাগন বোট প্রতিযোগিতা ও অন্যান্য রীতি পালন করে থাকে।

শান্তা মারিয়া