হেল্থ বুলেটিন
2021-06-18 19:42:32

হেল্থ বুলেটিন_fororder_jiankang1

করোনা টিকা কিনতে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা

করোনা টিকা কিনতে বাংলাদেশ সরকার ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস জানান, সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাস থেকে ফের গণটিকা কর্মসূচি শুরু করা যাবে।

বাংলাদেশে আরো এক মাস বেড়েছে লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান চলাচল বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে বাংরাদেশ সরকার। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগের ঘোষণা অনুযায়ী, চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। সেটি আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

জনসনের এক ডোজের করোনা টিকার অনুমোদন বাংলাদেশে

দেশে যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, এ নিয়ে বাংলাদেশে ৬টি করোনা টিকার অনুমোদন দেওয়া হলো। এর আগে চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুৎনিক ও ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বাংলাদেশে সিনোফার্ম ও ফাইজারের টিকাদান শুরু আগামী সপ্তাহে

আগামী সপ্তাহে প্রথম ডোজ হিসেবে চীনের সিনোফার্ম ও ফাইজারের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে।

পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল বাংলাদেশ, ভারত ও চীনের ৩ টিকা

বাংলাদেশের গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’সহ চীন ও ভারতের একটি করে মোট তিনটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য শর্তসাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল -বিএমআরসি। বুধবার বিএমআরসির বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। তবে মানবদেহে প্রয়োগের আগে বিএমআরসির সব নিয়ম মানতে হবে বলে উল্লেখ করা হয়। - তানজিদ/রহমান