চৌ বি ছাং
2021-06-18 16:02:54

চৌ বি ছাং বিবি নামেও পরিচিত। তিনি ১৯৮৫ সালের ২৬ জুলাই চীনের হু নান প্রদেশের ছাং শা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষার পপসঙ্গীত শিল্পী, সুরকার ও অভিনেত্রী। ২০০৫ সালে তিনি ‘সুপার গার্ল’ জাতীয় রানার্স-আপ হয়ে শোবিজে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘কে আমার বেহালা স্ট্রিং টাচ করে?’ প্রকাশ করেন। একই বছর তিনি পর পর দু’টো চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন।

চৌ বি ছাং_fororder_8694a4c27d1ed21b0641dcf7a96eddc451da3f13

প্রিয় বন্ধুরা, তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের বিবির ‘কে আমার বেহালা স্ট্রিং টাচ করে?’ গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

 

২০১০ সালে বিবি ব্যক্তিগত ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। একই বছর তিনি পঞ্চম অর্থাত্ অন্য স্টাইলের অ্যালবাম প্রকাশ করেন। ব্রিটেনের বিখ্যাত গায়িকা লিওনা লুইস তাঁর গান “আই মিস ইউ মিসিং মি” কাভার সংস্করণ করেন। ফলে তিনি ইউরোপীয় গায়িকার কাভার সংস্করণ করা প্রথম চীনা ভাষার গায়িকায় পরিণত হন। বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের গানটি শোনাই, কেমন? 

চৌ বি ছাং_fororder_src=http___5b0988e595225.cdn.sohucs.com_images_20190920_d94aa0929a1c4a81863e1cfd774ee08f.jpeg&refer=http___5b0988e595225.cdn.sohucs

‘বিঃদ্রঃ’ বিবির শোবিজে প্রবেশের পর প্রথম তৈরি গান।  গানটি তাঁর মায়ের জন্য তৈরি। তিনি গানের মাধ্যমে মাকে ধন্যবাদ জানান। গানটি রেকর্ড করতে তাঁর শুধু আধা ঘন্টা সময় লেগেছে। খুব ভাল রেকর্ডিং ছিল এটি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি এখন গানটি আপনাদের শোনাচ্ছি। আশা করি, গানের মধ্য দিয়ে আপনারাও মায়ের প্রতি বিবির সেই ভাবাবেগ অনুভব করতে পারবেন। 

চৌ বি ছাং_fororder_src=http___hbimg.b0.upaiyun.com_4cf202a83b1b11da2fbec79d21fb998cf1c9e69b219bc-d9lmEx_fw658&refer=http___hbimg.b0.upaiyun

‘৫০ লাখ আত্মা ও প্রত্যেক ভাঁজ’ বিবির ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত একটি গান। গানটি তাঁর ‘লুনার’ নামের অ্যালবাম থেকে নেওয়া। বিবি এবং অন্য একজন সুরকার গানটির সঙ্গীত তৈরী করেন। গানের নামটি খুব মজার, তাইনা? আমি এর আগে গানটি শুনি নি, তাহলে এখন আপনাদের সঙ্গে গানটি শুনব, কেমন? শুনুন তাহলে গানটি।

চৌ বি ছাং_fororder_src=http___img.star.iecity.com_Upload_Star_201411_27_20141127002326038&refer=http___img.star.iecity

‘নীরব সত্য’ বিবির গাওয়া একটি জনপ্রিয় গান। গানটি ২০২০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। এটি অনলাইন নাটক ‘নীরব সত্যের’ থিম সং।বন্ধুরা, তাহলে এখন গানটি শুনুন।

চৌ বি ছাং_fororder_src=http___img.mp.sohu.com_upload_20170609_a56b7a5699e34c158d56c7d29edd90a0_th.png&refer=http___img.mp.sohu

২০১৪ সালে নতুন অ্যালবামের জন্য বিবি বিখ্যাত গায়ক ও সুরকার উ ছিং ফেংয়ের সঙ্গে দল বাধেন। নতুন গান সৃষ্টি নিয়ে তাঁদের আলোচনায় অনেক আগের গল্প ও স্মৃতি ওঠে আসে। তিনি আশা করেন, এমন একটি গানের মাধ্যমে বর্তমান তরুণ-তরুণীরা বড় হবার শক্তি পাবে। সুতরাং দু’জন মিলে ‘ভুলে যাবে না’ গানটি সৃষ্টি করেন। এটি একটি চলচ্চিত্রের গান। আশা করি, গানের মাধ্যমে আপনারাও সেই ধরনের শক্তি অনুভব করতে পারবেন। তাহলে এখন গানটি শুনুন। 

চৌ বি ছাং_fororder_src=http___n.sinaimg.cn_sinakd20200327ac_686_w1920h1166_20200327_7ca3-irkazzv7973016&refer=http___n.sinaimg

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের বিবির অন্য একটি গান শোনাই। গানের নাম ‘সবচেয়ে সুন্দর প্রত্যাশা”। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)