আপনার ডাক্তার
2021-06-18 19:48:34

আপনার ডাক্তার_fororder_jiankang3

আজ আমরা কথা বলেছি প্রবীণদের স্বাস্থ্য ও তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটির মতো প্রবীণ রয়েছেন। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের সংখ্যাও দিন দিন বাড়ছে। কিন্তু তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশে নেই পর্ান্ত সংখ্যক বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসক। এমনকি প্রবীণদের চাহিদা সম্পর্কে নেই প্রয়োজনীয় সচেতনতাও। তাই অনেক ক্ষেত্রে তারা পাচ্ছেন না দরকারী যত্ন ও চিকিৎসা। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তূর্ণা ত্রিবেণী মিথিলা। ডাক্তার মিথিলা কর্মরত ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রবীণ হাসপাতালে।