ঘুমের মধ্যে শোনা বাবার পুঁথিপাঠ মনের মধ্যে রয়ে গেছে: গোলাম সারোয়ার
2021-06-18 20:24:40

ঘুমের মধ্যে শোনা বাবার পুঁথিপাঠ মনের মধ্যে রয়ে গেছে: গোলাম সারোয়ার_fororder_wenhau4

ছবি: গোলাম সারোয়ার

ছোটবেলায়, একেবারে শিশু বয়স থেকে ঘুমের মধ্যে শুনেছি বাবার পুঁথিপাঠ। রাতের বেলা আমরা ঘুমুচ্ছি আর বাবা জোরে জোরে লম্বা লম্বা পুঁথিপাঠ করছেন। এ বাড়ি ও বাড়ির সবাই শুনতেন; আমরা বিরক্ত হতাম। বুঝতে পারি সেটি মনের মধ্যে অগোচরে হোক কিংবা গোচরে হোক জমাট হয়ে রয়ে গেছে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আবৃত্তির প্রতি আগ্রহী হয়ে ওঠার প্রেরণা প্রসঙ্গে- এভাবে শৈশবের স্মৃতিচারণ করলেন আবৃত্তিশিল্পী, নির্দেশক ও অভিনেতা, কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। বললেন উচ্চারণ নৈরাজ্য নিয়ে,শোনালেন অভিনেতা ও নাট্য নির্দেশক হয়ে ওঠার গল্প।

সঙ্গে তাঁর কিছু চমৎকার আবৃত্তি তো রয়েছেই!

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।