বাবা দিবসের কথা
2021-06-17 17:26:04

বাবা দিবসের কথা_fororder_nvxing6

ধারণা করা হয় বাবা দিবস ১৯০৮ সালের ৫ই জুলাই প্রথম পালিত হয়। আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম উদযাপিত হয়। আবার বলা হয়ে থাকে, আরকানসাসে জন্মগ্রহণকারী নারী সনোরা স্মার্ট ডড ১৯১০ সালে ওয়াশিংটনের স্পোকানের ওয়াইএমসিএ-তে প্রথম বাবা দিবস পালনের উদ্যোগ নেন। ডডের মাথায় বাবা দিবসের এই আইডিয়া আসে ১৯০৯ সালে। গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে তিনি এই আইডিয়া পান। সেই পুরোহিত তার মা কে নিয়ে অনেক ভালো আইডিয়া ও পরিকল্পনার কথা বলছিলেন। তখন তার মনে হয়, তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা যায়। ডড তার বাবাকে খুব ভালবাসতেন। এরপর তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থাৎ ১৯শে জুন, ১৯১০ সালের থেকে বাবা দিবস পালন করেন। তবে প্রথম দিকে বাবা দিবস একটু নীরবেই পালিত হতো কারন মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো বাবা দিবসে তা মোটেও দেখাতো না।

তবে ধীরে ধীরে এই অবস্থা পাল্টাতে থাকে। ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। তবে ১৯৬৬ সাল থেকে সারা বিশ্বে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করা হয়।

সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশ ছুঁতে চাই।

করোনা অতিমারীর ধাক্কা মোকাবিলায় বিশ্ব জুড়েই চলছে টিকে থাকার লড়াই। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। অনেকটা থমকে গেছে শিক্ষাঙ্গন। এ পরিস্থিতিতে বেড়েছে বাল্যবিয়ে এবং ঝরে পড়া শিশুদের হার। যাদের মধ্যে কিশোরীর সংখ্যাই বেশি।

বাবা দিবসের লেখা: হোসনে মোবারক সৌরভ