“দেশের আম আন্তর্জাতিক ভোক্তাদের কাছে পৌঁছাতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও স্থানীয় উৎপাদকদের প্রশিক্ষণ দিতে হবে।”
2021-06-17 19:46:13

ব্যবসাপাতির ২৬তম পর্বে যা থাকছে:

# যে কারণে আম জাতীয় পণ্য বছর জুড়ে পাওয়া যায় না

# খিরসাপাতির পর জিআই পণ্যের খেতাব পাচ্ছে রাজশাহীর ফজলি আম। চাষী লাভ পাচ্ছে কতোটা?

# অনলাইনে জমজমাট আমের ব্যবসা

# বিশ্বের স্মার্ট বন্দর হিসেবে গড়ে উঠছে চীনের নিংবো চৌশান

 

“দেশের আম আন্তর্জাতিক ভোক্তাদের কাছে পৌঁছাতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও স্থানীয় উৎপাদকদের প্রশিক্ষণ দিতে হবে।”_fororder_jingji

পর্বের সাক্ষাৎকার:

 

জিআই স্বীকৃতি পুরোপুটি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি সরকারির প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা কাটিয়ে উঠতে পারলেই জিআই পণ্যের স্বীকৃতি থেকে লাভবান হওয়া সম্ভব প্রকৃত উৎপাদনকারীরাও তাদের ন্যায্য হিস্যা বুঝে পাবে   

-. মো. সাইদুর রহমান