কন্যাশিশুর জীবনে কোভিড অতিমারীর প্রভাব
2021-06-17 17:11:55

কন্যাশিশুর জীবনে কোভিড অতিমারীর প্রভাব_fororder_nvxing

বাংলাদেশের মতো স্বল্পন্নোত দেশে স্বাভাবিক পরিস্থিতিতেই মেয়েদের শতভাগ শিক্ষা নিশ্চিত করা সরকারের জন্য কঠিন ব্যাপার ছিল। সেখানে করোনা পরবর্তী ভঙ্গুর অর্থনীতিতে শিক্ষাখাতকে সংকুচিত বাজেটে পুনর্গঠন করা আরো দুরূহ ব্যপার। এ অবস্থায় আশঙ্কাজনক হারে কমছে নারী শিক্ষার্থীর সংখ্যা।

মোটাদাগে বলতে গেলে, দুর্বল স্বাস্থ্যসেবা, সীমাহীন দুর্নীতি, দরিদ্র অর্থনীতি, সামাজিক নিরাপত্তার অভাব, এবং প্রাকৃতিক দুর্যোগে অনিশ্চিত যখন মানুষের ভবিষ্যৎ তখন এ পরিস্থিতিতে বাল্যবিয়ের হার এবং স্কুলগামীদের ঝরে পড়ার প্রবণতাও ভয়ানক হারে বাড়ছে। ইউনিসেফ বলছে,সারাবিশ্বে কোভিড ১৯ এর কারণে ১ কোটির বেশি কন্যাশিশু বাল্যবিয়ের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বাল্যবিয়েতে বিশ্বে চতুর্থ। স্কুল বন্ধ থাকা, বন্ধু-বান্ধব এর সহায়তা না পাওয়া, সহায়তা কার্যক্রম থেকে দূরে থাকা এবং দারিদ্র্য বেড়ে যাওয়া- এইসব কটির ক্ষতিকর প্রভাব সবার আগে এসে পড়ে কন্যাশিশুর উপর।  

দিন দিন শিশুদের স্কুল থেকে ঝরে পড়া এবং বাল্যবিয়ে বেড়ে যাওয়ায় শিক্ষা ক্ষেত্রে মেয়েদের একটি বড় অংশ পিছিয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটি আমরাই পারি’জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক।

কন্যাশিশুর জীবনে কোভিড অতিমারীর প্রভাব_fororder_nvxing1

গবেষণায় দেখা যায়, করোনায় পরিবারের নারী ও শিশুদের ওপর সহিংসতা বেড়েছে। অনেক অভিভাবকই কাজ হারিয়েছেন। অভাব আর কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাবা-মা ঘরের শিশু মেয়েটিকে  বিয়ে দিয়ে অন্যের হাতে তুলে দিচ্ছেন।  করোনাভাইরাসের কারণে প্রায় ১৫ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক হুমকিতে পড়েছেন। তাদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৪১ ভাগই মেয়ে শিক্ষার্থী।

রওজায়ে জাবিদা ঐশী