থিয়ান ফু জেন
2021-06-17 14:54:19

থিয়ান ফু জেন বা হিবি ১৯৮৩ সালের ৩০ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের সিন জু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন তাইওয়ানের একজন গায়িকা, অভিনেত্রী এবং নারী সঙ্গীতদল এসএইচইয়ের সদস্য। ২০০০ সালে তিনি এক প্রতিযোগিতায় অংশ নেয়ার পর রেন চিয়া স্যুয়ান ও ছেন চিয়া হুয়ার সাথে মিলে এসএইচই সঙ্গীতদল প্রতিষ্ঠা করে শোবিজে প্রবেশ করেন। ২০১০ সালে হিবি তাঁর প্রথম একক অ্যালবাম ‘টু হিবি’ প্রকাশ করেন। তা দিয়ে তিনি ২২তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার অ্যালবামসহ চারটি মনোনয়ন পায়। অ্যালবামের দ্বিতীয় প্রধান গান ‘একাকীত্ব ভাল’ সেরা মিউজিক ভিডিও পুরষ্কার জিতে। তাহলে বন্ধুরা, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি সেই ‘একাকীত্ব ভাল’ গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

থিয়ান ফু জেন_fororder_src=http___c-ssl.duitang.com_uploads_item_201702_23_20170223163336_JXP45.thumb.400_0.jpeg&refer=http___c-ssl.duitang

২০১১ সালের সেপ্টেম্বর মাসে হিবি তাঁর দ্বিতীয় চীনা ভাষার অ্যালবাম ‘মাই লাভ’ প্রকাশ করেন। অ্যালবামে ‘শয়তানদের মাঝে দেবদূত’-সহ দশটি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামটি ২৩তম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়িকা ও সেরা চীনা ভাষার অ্যালবামসহ ৭টি মনোনয়ন পায়। বন্ধুরা, আমি গানটি খুব পছন্দ করি, তাহলে এখন আপনাদের গানটি শোনাতে চাচ্ছি, আশা করি, আপনাদেরও গানটি ভালো লাগবে। শুনুন তাহলে গানটি। 

থিয়ান ফু জেন_fororder_src=http___img4.tbcdn.cn_tfscom_i2_783860413_TB2N8h_tFXXXXXaXpXXXXXXXXXX_!!783860413&refer=http___img4.tbcdn

‘আমাকে নিয়ে ভাববে না’ গানটি ২০১৩ সালের নভেম্বরে প্রকাশিত হিবির তৃতীয় একক অ্যালবামের দ্বিতীয় প্রধান গান। এটি হিবির জন্য বিশেষ একটি গান। গানটিতে কারও প্রেম থেকে বিচ্যুত হবার পর তার প্রকৃত মনোভাব ফুটে ওঠেছে। প্রত্যেক মানুষ কারও না কারও প্রেম থেকে বিচ্যুত হয়ে কষ্ট পায়। কিন্তু মুখ ফুটে বলতে বা কান্ন করতে পারে না। এমন সময় তাদের একটি গান দরকার হয়। যাতে হৃদয়ের ভেতরের অনুভূতি মুক্তি পায়। এটি এমনই একটি গান। বন্ধুরা, তাহলে এখন গানটি শুনুন। 

থিয়ান ফু জেন_fororder_src=http___wowxing.com_Uploads_ueditor_image_20170307_1488879579850178&refer=http___wowxing

‘সামান্য সুখ’ গানটি হিবি দ্বিতীয় বারের মতো চলচ্চিত্রে গেয়েছিলেন। চলচ্চিত্রের পরিচালক হিবিকে গানটি গেতে বাছাই করেন, কারণ তিনি মনে করেন, হিবির কণ্ঠস্বর সত্যি অসাধারণ। তিনি হিবিকে খুব গুরুত্বপূর্ণ স্থানে রাখেন। হিবির গান পুরো চলচ্চিত্রের গল্পের একটি প্রতিচ্ছবি। তাহলে আমরা একসাথে সেই গানটি শুনি, কেমন? 

থিয়ান ফু জেন_fororder_src=http___yule.chinaxiaokang.com_uploads_allimg_160801_49-160P1093H3-50&refer=http___yule.chinaxiaokang

‘অকেজো’ ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত হিবির ‘দিনের পর দিন’ অ্যালবামে অন্তর্ভূক্ত একটি গান। খুব মজার বিষয় হলো, ‘হিবির কাছে প্রতিদিনের অকেজো বিষয়গুলো দরকারী মনে হয়’। তাহলে এখন গানের মধ্য দিয়ে আমরা তা বুঝার চেষ্টা করব, কেমন? শুনুন তাহলে ‘অকেজো’ গানটি। 

থিয়ান ফু জেন_fororder_src=http___n.sinaimg.cn_translate_662_w900h562_20180602_GS0z-hcikcew9335930&refer=http___n.sinaimg

‘উষ্ণতম দুঃখ’ একটি টিভি নাটকের থিম সং। গানটি ২০১৮ সালের এপ্রিলে প্রকাশিত হয়। বিখ্যাত সুরকার ছেন সিয়াও সিয়া চার বছর সময় ধরে গানটি সৃষ্টি করেন। তিনি অন্য কয়েকজন বিখ্যাত গীতিকার ও সঙ্গীতবিদের সাথে মিলে টিভি নাটকের জন্য থিম সং তৈরি করেন। দুঃখ কীভাবে উষ্ণ হয়? চলুন, হিবির গানে আমরা সেই উত্তর অন্বেষণ করি, কেমন? 

থিয়ান ফু জেন_fororder_src=http___spider.nosdn.127.net_cde1087e74237142776ba95475d98f4c.jpeg&refer=http___spider.nosdn.127

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘অনেক দিনের ভালোবাসা’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)