ড্রাগন বোট উৎসবে সাও ই-র কিংবদন্তি: বাবা ও মেয়ের গল্প
2021-06-17 17:15:45

ড্রাগন বোট উৎসবে সাও ই-র কিংবদন্তি: বাবা ও মেয়ের গল্প_fororder_nvxing2

 ড্রাগন বোট ফেস্টিভাল চীনের অন্যতম প্রধান উৎসব। এই উৎসবের রয়েছে কবি ছুইউয়ানের ঘটনাসহ বেশ কয়েকটি কিংবদন্তি। এর একটি আঞ্চলিক কিংবদন্তি হলো  বাবার প্রতি মেয়ের শ্রদ্ধা ও ভালোবাসাকে কেন্দ্র করে। প্রাচীনকালে ১৩০ খ্রিস্টাব্দে সাও ই নামে এক তরুণী মধ্য পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে বাস করতেন। সাও ই তার বাবাকে খুব ভালোবাসতেন। একদিন তার বাবা একটি নদীতে ডুবে যান। বাবার মৃতদেহের সন্ধানে সাও ই আহার নিদ্রা ত্যাগ করে নদীর তীরে ঘুরতে থাকেন এবং মর্মস্পর্শী বিলাপ করতে থাকেন। পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে সাও ই নদীতে ঝাঁপিয়ে পড়েন। পাঁচদিন পর পিতা ও কন্যার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। দেখা যায় সাও ই তার বাবার মৃতদেহ জড়িয়ে ধরে আছেন। বাবার প্রতি কন্যার এই মহান ভালোবাসা ও আত্মত্যাগ স্মরণে সেখানে একটি মন্দির নির্মাণ করা হয়। নদীটির নামকরণও করা হয় সাও এর নামে। সাও নদীটি হলো হাংচৌ প্রদেশে প্রবাহিত ছিয়াংথাং নদীর একটি শাখা নদী।  সাও ই এবং তার বাবাকে খোঁজার জন্য গ্রামের লোকেরা নদীতে নৌকা ভাসিয়েছিল। তারা খাবারে ছোট ছোট পুঁটুলি নদীতে ফেলেছিল যেন দানবরা বা মাছেরা তাদের দেহের ক্ষতি না করে।  ১৪৩ খ্রিস্টাব্দে পঞ্চম চান্দ্র মাসের পঞ্চমদিনে এই বেদনাবহ ঘটনাটি ঘটেছিল। সাও ইর স্মরণে উত্তর চেচিয়াং-এ ড্রাগন বোট উৎসব পালন করা হয়।

শান্তা মারিয়া