উ ক্য ছুন
2021-06-17 10:44:06

উ ক্য ছুন_fororder_wu

উ ক্য ছুন, ১৯৭৯ সালের ১৮ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের কাও সুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

 

২০০০ সালে উ ক্য ছুন এমটিভি সংগীত চ্যানেলের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘একজনের আগামীকাল’ বাজারে আসে। ২০০৪ সালে তাঁর প্রথম স্বরচিত অ্যালবাম ‘উ ক্য ছুন’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন উ ক্য ছুনের গান ‘ভালোবাসা বেশি ব্যথা’। গানের কথায় বলা হয়: খেতে পারি না, ঘুমাতে পারি না, তোমাকে ছাড়া কিছুই ঠিক হয় না। হাসতে পারি না, কাঁদতে পারি না, মানুষের মত হতে পারি না। তোমাকে ভালোবাসা বন্ধ করতে পারি কি? কারণ ভালোবাসায় অনেক কষ্ট!

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ক্য ছুনের কণ্ঠে ‘একাকী অনুভুতি এসেছে’। গানের কথায় বলা হয়: সাড়ে তিনটা, সাড়ে তিনটা, আমি ঘুমাতে চাই না। একাকী অনুভুতির সঙ্গে সারা রাত লড়াই করি। কী করবো, কী করবো, কেউ আমার সঙ্গে কথা বলতে পারে না। হয়তো আগামীকাল ভালো হয়ে যাবে, একাকী থাকতে চাই না, কী করবো।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ক্য ছুনের কণ্ঠে ‘হাত ধরা’ নামের গানটি। গানের কথাগুলো এমন: আমার কথা বেশি না, তোমাকে খুশি করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, একথাও বলতে পারি না। কীভাবে ভালোবাসতে পারি, আমি শিখতে পারি নি। হাত ধরলে বোঝা যায়, ভালোবাসার কৌশল নেই।

আচ্ছা, শুনুন এই রোম্যান্টিক গান।

 

বন্ধুরা, এখন শুনুন উ ক্য ছুনের আরেকটি গান, গানের নাম ‘তোমার জন্য কবিতা লিখি’। গানের কথাগুলো এমন: ভালোবাসা এক মজার ব্যাপার। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ভালোবাসা এক ধরনের সামর্থ্য, আমি নিজের হতে পারি না। তোমার জন্য আমি অনেক কিছু করতে পারি। তোমার জন্য কবিতা লিখতে চাই। তোমার জন্য কবিতা লিখি, তোমার জন্য অসম্ভবকে সম্ভব করি। তোমার জন্য সব প্রেমের গান  বাজিয়ে শোনাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ক্য ছুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)