সু ইউ ভেং
2021-06-16 14:34:48

图片默认标题_fororder_su

সু ইউ ভেং, ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী, অভিনেতা; তিনি একই সঙ্গে চলচ্চিত্র পরিচালকও বটে।

 

১৯৮৮ সালে সু ইউ ভেং ‘লিটল টাইগার’ সংগীত ব্যান্ডের একজন সদস্য হিসেবে সংগীতমহলে যোগ দেন এবং খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯২ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘আমি শুধু তোমার ভালোবাসা চাই’ প্রকাশিত হয়।

 

১৯৯৪ সালে সু ইউ ভেং-এর তৃতীয় অ্যালবাম ‘মূল্যবান ব্যাগ’ বাজারে আসে। ২০০২ সালে সু ইউ ভেং চীনের দর্শনীয় স্থান- মহাপ্রাচীরে কনসার্ট আয়োজন করেন। তিনি মহাপ্রাচীরে কনসার্ট আয়োজন করা তাইওয়ান প্রদেশের প্রথম কণ্ঠশিল্পী।

 

বন্ধুরা, এখন শুনুন সু ইউ ভেং-এর গান ‘ব্যাকপ্যাক’। গানের কথায় বলা হয়:  হাল্কা করে ব্যাকপ্যাক খুলেছি, আমার লাগেজ দেখছি। একটি নতুন পাসপোর্ট। এতে কত আশা আছে, কত দুঃখ জমা আছে! তা যেন সময়ের ডাকটিকিটের মতো, নিজেকে আগামীকাল পাঠাবো। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু ইউ ভেং-এর কণ্ঠে ‘সেদিন অপেক্ষা করি’। গানের কথাগুলো এমন: আমাকে জিজ্ঞেস করো না, আমি অতীতে ফিরে যেতে চাই কি না। সময়ের টানেলে যদি তুমি না থাকো, তাহলে আমার জন্য অপেক্ষা করবে না। আমাকে জিজ্ঞেস করো না, আমি তোমাকে আর ভালোবাসি কি না। আগের সব কিছু এখন অনেক বাকি আছে। যদিও আমাদের মধ্যে কোনো কথা নেই, তবু এই গান শুনতে থাকো। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু ইউ ভেং-এর গান ‘অতীতে ফিরে যাই’। গানের কথায় বলা হয়: অতীতে ফিরে তাকাই, সেই নীল আকাশ, সব যৌবনের মুখ, কত সুন্দর। কৈশোরের আশা, আমি মনে রাখি। একদিন আমাদের নিশ্চয় দেখা হবে। কেন অতীতের কথা ভাবি? কেন বিদায়ের পরও থেকে যেতে চাই!

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন সু ইউ ভেং-এর কণ্ঠে ‘সাহসী’। গানের কথায় বলা হয়: সেই গ্রীষ্মকালে, আমাদের তখন ১৭ বছর বয়স। ওড়ার সময় ছিল বাতাস ও বৃষ্টি। সবসময় জানতে চাই, এই বিশ্বে কী কী আছে? কেউ আমার যৌবন ফিরিয়ে দিতে পারবে না, ভবিষ্যতের জন্য সবাইকে সাহসী হতে হয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু ইউ ভেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)