“বাজেট বাস্তবায়নযোগ্য হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে না”
2021-06-11 18:48:39

ব্যবসাপাতির ২৫তম পর্বে যা থাকছে:

# ২০২১-২২ অর্থবছরের বাজেটের সামগ্রিক মূল্যায়ন।

# ‘বাজেটে ব্যাংক ঋণ নির্ভরতা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাঁধাগ্রস্থ করবে’

# বাজেটে নারী-শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠী উপেক্ষিত

 

# ৫০ জনে যেভাবে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন

 

 

 

এ পর্বের সাক্ষাৎকার:

 

“প্রতি বছরই বাজেটের লক্ষ্য অর্জন করা যায়না। রাজস্ব লক্ষ্যমাত্রা অতিরিক্ত বাড়ালে চাপ পড়ে বিদ্যমান করদাতাদের ওপর। সরকারি লোকজনও লক্ষ্য পূরণের জন্য ব্যবসায়ীদের ওপর অসহনীয় চাপ দেন। তাই লক্ষ্যমাত্রা যৌক্তিক পর্যায়ে নামানো উচিত। “   

  • রিজওয়ান রাহমান

 

“এ বাজেট অনেকটাই বাস্তবায়নযোগ্য। রাজস্ব লক্ষ্যমাত্রা গেল বারের চেয়ে বাড়ানো হয়নি, তবে আমার মনে হয় কোভিড পরিস্থিতি ও অন্যান্য কিছু সংস্কারকার্যক্রম অসম্পূর্ণ থেকে যাওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা কম আহরিত হবে।“

  • ড. আহসান এইচ মনসুর  

    “বাজেট বাস্তবায়নযোগ্য হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হবে না”_fororder_e1