নিভৃতচারী মেধাবী নির্মাতা বাংলাদেশকে পৌঁছালেন কান চলচ্চিত্র উৎসবে
2021-06-11 19:18:20

নিভৃতচারী মেধাবী নির্মাতা বাংলাদেশকে পৌঁছালেন কান চলচ্চিত্র উৎসবে_fororder_a1

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অফিসিয়াল সিলেকশনে নাম উঠলো বাংলাদেশের। আর সেটি সম্ভব করেছেন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনের ‘আঁ সাহত রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে সাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।

এর আগে ২০১৬ সালে তিনি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’। সিনেমাটি সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল এবং ২৭তম সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমার সুবাদে সেরা পরিচালক হিসেবে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছিলেন সাদ । এ ছাড়াও সিনেমাটি রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

প্রতিবাদী এক শিক্ষিকাকে নিয়ে 'রেহানা মরিয়ম নূর' সিনেমার গল্প। অনেকটা চুপি চুপিই তিনি শেষ করেন এই সিনেমার কাজ। অভিনয়শিল্পী আর কলাকুশলীদেরও কঠোরভাবে নিষেধ করেছেন, সিনেমার ব্যাপারে কোন তথ্য যেন বাইরে না যায়। কিন্তু এই নিরবতা যখন ভাঙলো তখন সিনেমার পোস্টারে শোভা পেল কানের সম্মানজনক লোগো। চট্টগ্রামে জন্ম নেয়া এই তরুণ অনেকটা নিভৃতচারী। স্বভাবে তিনি বিনয়ী, আলাপে স্পষ্টভাষী।

এই প্রচারণার বাইরে থাকার ব্যাপারটা নিয়ে তিনি বলেন- ‘অনেকেই হয়তো আমাকে ভুল বোঝেন, কিন্তু নিজেকে নিয়ে মাতামাতিটা আমার অনেক আন-ইজি লাগে, আমি বিব্রত হই।’ নির্মাতার স্বাধীনতা ও স্বকীয়তায় বিশ্বাসী সাদ। স্বাধীন ভাবেই চলচ্চিত্র নির্মাণ করে যেতে চান তিনি। প্রথম সিনেমায় বাজিমাত আর দ্বিতীয় সিনেমায় বিস্ফোরণ। তরুণ সাদের কাছ থেকে হয়তো আরও অনেক কিছু পেতে যাচ্ছে বাংলাদেশ, আশা চলচ্চিত্রপ্রেমীদের।

-তানজিদ বসুনিয়া