বাজেটে নারী-শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠী উপেক্ষিত
2021-06-11 18:55:47

তানজিদ বসুনিয়া, ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত বৃহস্পতিবার ৫০তম বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের ঘোষণায় অর্থমন্ত্রী ‘নারীর ক্ষমতায়ন’ কে প্রাধান্য দেওয়ার কথা বললেও কোন কোন খাতে প্রাধান্য দেওয়া হবে, কোন খাতে বরাদ্দ কোথায় আছে, তার কিছুই বলেননি।

 

করোনা মহামারির এই ক্রান্তিকালে যেখানে নারী প্রতি সহিংসতা, বাল্য বিয়ের প্রবণতা বেড়েছে, স্কুল থেকে নারী শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা বেড়েছে কয়েকগুন সেখানে এই সব বিষয়ে উল্লেখ করা হয়নি কিছুই। তাই এই বাজেটে অপাত দৃষ্টিতে বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা ভাতাসহ বিভিন্ন ভাতায় আটকে রাখা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলছেন, ‘বাল্যবিবাহ, যৌন নির্যাতন ঠেকানোসহ নারী শিক্ষার্থীদের পুনরায় পাঠদানে ফেরানোয় সরকারের উদ্যোগের বিষয়ে তেমন কিছু বলা হয়নি। চীন আন্তর্জাতিক বেতারকে তিনি বলেন, ‌‌‘করোনার কারনে যে সামাজিক প্রতিবন্ধকতাগুলো তৈরি হয়েছে সেগুলো মাথায় রেখে বাজেট করা হয়নি। প্রজনন স্বাস্থ্য, স্কুল থেকে ঝরে পরা কিশোরীদের স্কুলে ফিরিয়ে আনা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধসহ নারী-শিশু এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর বিষয়গুলো মাথায় রেখে বাজেট করা হয়নি।'

বাজেটে নারী-শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠী উপেক্ষিত_fororder_e5

শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন

 

নারী ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থাগুলোর দীর্ঘদিনের আন্দোলনের ফলে ২০০৯-১০ অর্থবছরে চারটি মন্ত্রণালয়ের জন্য প্রথম বারের মতো জেন্ডার বাজেট উপস্থাপন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে জেন্ডার বাজেটে মোট ৪৩টি মন্ত্রণালয় কিংবা বিভাগের জন্য জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়। তবে করোনার জন্য কাটছাঁটের প্রক্রিয়ায় কথা বলে গত অর্থবছরের মতো এই বাজেটেও দেয়া হয়নি জেন্ডার বাজেট।ফলে, কোন মন্ত্রণালয়, কোন প্রকল্প বা কর্মসূচির জন্য কত বরাদ্দ পাচ্ছে, বরাদ্দ বাস্তবায়নের সীমাবদ্ধতাসহ বিভিন্ন বিষয় অস্পষ্ট থেকে যাচ্ছে।

 

জেন্ডার বাজেট ঘোষণা না করায় ২০২১-২০২২ বাজেটকে নারী-শিশু বান্ধব বাজেট হিসেবে অবিহিত না করার কথা জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

চীন আন্তর্জাতিক বেতারকে তিনি বলেন, ‘এই বাজেট নারী-শিশু বান্ধব কিনা সেটা বলতে হলেও তো বাজেটে নারী-শিশু বাজেট থাকবে হবে? অনেক আন্দোলনের পর গত ২০০৯ সাল (২০০৯-১০ অর্থবছর) থেকে জেন্ডার বাজেট দিয়ে আসছিলো সরকার। কিছু সমস্যা থাকলেও আমরা সেটি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু করোনার কারণে গত অর্থবছরে কোন জেন্ডার বাজেট রাখা হল না। আশ্বর্য হয়ে লক্ষ্য করলাম, এবছরও কোন জেন্ডার বাজেট রাখা হয়নি।’

 

বাজেটে নারী-শিশু ও অনগ্রসর জাতিগোষ্ঠী উপেক্ষিত_fororder_e6

মালেকা বানু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ

 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ২০২১ সালের মধ্যে ১৫ বছরের কম বয়সীদের বাল্যবিবাহ নির্মূলের পরিকল্পনার কথা আবার মনে করিয়ে দিলেও বাল্যবিবাহ প্রতিরোধসংক্রান্ত আইন বা বিধিমালা বাস্তবায়নে কোনো বরাদ্দ রাখা হয়নি।

 

তবে এতকিছুর মধ্যেও নারী, শিশুদের নিয়ে আশার কথা বলা হয়েছে এবারের বাজেটে। ২০১১-২০২২ অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ১৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা গত ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে ৩৩১ কোটি টাকা বেশি।

 

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বড় সুখবর হলো দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।বাজেটে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাত ও নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসার মোট বার্ষিক লেনদেনের (টার্নওভার) ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নতুন করে আরও ১২০ উপজেলার আট লাখ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনতে চায় সরকার। বাজেটে দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েদের জন্য ৫৩টি উপজেলায় চলমান মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম আরও ২০টি উপজেলায় সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ এবং ১২৩টি উপজেলায় জরুরি প্রসূতিসেবা কার্যক্রম জোরদারকরণের কথাও বলা হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে।