৫০ জনে যেভাবে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন
2021-06-11 18:57:47

সাজিদ রাজু, ঢাকা: একশ’ বছর আগে কাজ শুরু করা কমিউনিস্ট পার্টি কিভাবে মাত্র ৫০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আর মাত্র ১৩জন কেন্দ্রীয় কমিটির সদস্যের প্রচেষ্টায় কীভাবে ৯ কোটি সদস্য নিয়ে এখন পুরো বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনে পরিণত হলো কমিউনিস্ট পার্টি অব চায়না বা সিপিসি? বিশেষ করে কমিউনিস্ট পার্টির নানা থিওরি বা পুস্তকের জ্ঞান কীভাবে বাস্তবে কাজে লাগানো সম্ভব হলো? এর উত্তর মিলবে মার্কিন নাগরিক ইয়াম গুড্রামের ডকুমেন্টারিতে।

৫০ জনে যেভাবে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন_fororder_e7

ইয়াম গুড্রাম তিনি যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির সদস্য। অর্থনৈতিক সংকট থেকে কমিউনিজম সম্পর্কে পড়ালেখা শুরু করা ইয়াম মুগ্ধ হন মাও সেতুং এর লেখা পড়ে । সেখান থেকে অনুপ্রাণিত হয়েই ২০১৬ সালে যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টিতে। এর এক বছর পরই চলে আসেন চীনে।

৫০ জনে যেভাবে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন_fororder_e8

ইয়াম গুড্রাম

পুরো চীন সফর করেন ও কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি তৈরি করেন। তিনি সেখানে তুলে ধরেছেন চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। শুরুতে তারও চীন সম্পর্কে ধারণা ছিলো খুবই কম।

ডকুমেন্টারিতে তিনি উল্লেখ করেছেন পুরো চীনের সমাজ ব্যবস্থা ও কমিউনিস্ট পার্টির নানা কার্যক্রমের কথা। সেখানে জানা যায়, দলের প্রথম নীতি নির্ধারণ করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থসংরক্ষণ। মার্ক্সবাদী তত্বের আলোকে পরিচালনা করা দলের দর্শন মূলত সাধারণের কল্যাণ নিশ্চিত করা।

মানবসেবার এই দর্শনের পুরদস্তুর বাস্তবায়ন চলছে প্রেসিডেন্ট সি চিনপিং এর হাত ধরে। তাইতো সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের যে আকাঙ্ক্ষা তাই বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সিপিসি। বিশেষ করে কোন প্রয়োজন সবচেয়ে বেশি, কোন কাজটি এই মুহুর্তে করা দরকার, কোন কর্মসূচি পুরো জাতির জন্য জরুরি এই বিষয়গুলো মাথায় রেখে কর্মসূচি ঠিক করা হয়। আর এটাকেই ধরা হয় চীনের কমিউনিস্ট পার্টির সফলতার মূল মন্ত্র হিসেবে।

৫০ জনে যেভাবে গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন_fororder_e9

প্রেসিডেন্ট সি চিনপিং

সিপিসি’র মৌলিক যে ৫টি নীতি বা শর্ত মেনে চলেন সদস্যরা এর মধ্যে প্রথমটি হলো ‘পুরো হৃদয় ও মন দিয়ে সাধারণ মানুষের সেবা’ করা অন্যতম। তাই দলীয় এই নীতি যখন ব্যক্তিস্বার্থ বা লাভ-ক্ষতির উপরে স্থান পায় তখন প্রত্যেকটি কর্মী হয়ে উঠবেন একেকজন নেতা ও কাণ্ডারি এটাইতো স্বাভাবিক। তাই দেশের যে কোন সংকটে, বিপদে-আপদে কিংবা দুর্যোগে সবার আগে এগিয়ে আসে দলের সদস্যরাই। আর এটাকেই ধরা হয় দল হিসেবে চীনের ক্ষমতায় থাকা সিপিসি’র সফলতার অন্যতম চাবিকাঠি হিসেবে।