রোববারের আলাপন-চীনের দৃষ্টিহীন পর্বতারোহীর এভারেস্ট জয়
2021-06-11 16:06:21

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

বন্ধুরা, প্রথমে আমরা আপনাদের সাথে চীনের প্রথম দৃষ্টিহীন পর্বতারোহীর সাফল্যের সাথে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্ট জয়ের খবর শেয়ার করব। 

এনাম: গত ২৪ মে তিনজন নেপালি শেরপার সহায়তায় চীনের প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী চাং হং ছেং সাফল্যের সাথে এভারেস্ট জয় করেন। তিনি এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় দৃষ্টিহীন পর্বতারোহী হিসেবে এ বিজয় অর্জন করেন।

তিনি এ বছরের মার্চ মাসে নেপালের উদ্দেশে রওনা হন। গত ৫ মে তিনি ৫,৯০০ মিটার থেকে ৭,৩০০ মিটার উচ্চতায় আরোহণের প্রশিক্ষণ শেষ করেন। 

চাং হং জানান, এবারের প্রশিক্ষণে কিছু বিপদ ঘটেছে। তবে, সব বিপদ সফলভাবে অতিক্রম করা গেছে। অনেক কারণে এ বছর এভারেস্টের আরোহণ পথে অনেক পরিবর্তন হয়েছে। ফলে পথটি আগের চেয়ে অনেক দুর্গম হয়ে পড়ে। তবে, তিনি সব বাধা পায়ে মাড়িয়ে সফল হন। 

উল্লেখ্য, তার আগে চাং হং চীনের একমাত্র দৃষ্টিহীন পর্বতারোহী হিসেবে সাফল্যের সাথে ৬,০০০ মিটার ও ৭,০০০ মিটারের তুষারাবৃত পাহাড়ে উঠার রেকর্ড গড়েন। এভারেস্ট চীনে চোমোলাংমা হিসেবে পরিচিত। আর চোমোলাংমায় ওঠা ছিল তাঁর আজীবনের লালিত স্বপ্ন। 

২০১৯ সাল থেকে তিনি চোমোলাংমা জয়ের প্রস্তুতি শুরু করেন। পরের বছর মহামারীর কারণে তিনি তাঁর অভিযান স্থগিত রাখেন। অবশেষে এ বছরে তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করেন।