রবীন্দ্রনাথের দর্শন-সাহিত্য সবকিছুর সাথে পরিচয়ের সূত্রপাত শান্তিনিকেতনে: রেজওয়ানা চৌধুরী বন্যা
2021-06-11 19:20:23

রবীন্দ্রনাথের দর্শন-সাহিত্য সবকিছুর সাথে পরিচয়ের সূত্রপাত শান্তিনিকেতনে: রেজওয়ানা চৌধুরী বন্যা_fororder_a3

ছবি: রেজওয়ানা চৌধুরী বন্যা

আমার তৈরি হওয়া, আমার মনন, বোধ তৈরিতে শান্তিনিকেতনের অবশ্যই একটা বড় ভূমিকা আছে। সবদিক থেকে- সাংগীতিক যে বেড়ে ওঠা, সেটাতো বটেই, রবীন্দ্রনাথের দর্শন-সাহিত্য সবকিছুর সাথে ঘনিষ্ঠভাবে পরিচয়ের সূত্রপাত শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের যে প্রকৃতি তার সঙ্গে পরিচয় এবং তার মধ্য দিয়ে আমার নিজের চিন্তাভাবনা গড়ে উঠেছিল শান্তিনিকেতনে। মোহর দি (গুরু কনিকা বন্দোপাধ্যায়) যতদিন বেঁচে ছিলেন সম্পর্কটা ঘনিষ্ঠ ছিল, নিয়মিত আসা-যাওয়া ছিল।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা স্মৃতিচারণ করলেন শান্তিনিকেতনের। শোনালেন তাঁর বর্ণাঢ়্য সংগীত জীবনের নানা গল্প। গাইলেন প্রিয় মোহর দি'র পছন্দের গান।

 

-মাহমুদ হাশিম