আকাশ ছুঁতে চাই ২৫
2021-06-10 18:51:52

কী থাকছে এ পর্বে

১. বিশেষ প্রতিবেদন: বাজেটে কী পেল নারী

২. সাক্ষাৎকার: অধ্যাপক ড. রুমানা হক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. ফ্যাশনের নতুন ট্রেন্ড হানফু

৪. গান

৫. চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী লি ফাংহুয়া

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।

জাতীয় জীবনে বাজেটের গুরুত্ব অপরিসীম। দেশের অর্ধেক জনগোষ্ঠি মানে নারীর জন্য কেমন হলো এবারের বাজেট সে বিষয়ে শুরুতেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন।

বিশেষ প্রতিবেদন: বাজেটে কী পেল নারী

আকাশ ছুঁতে চাই ২৫_fororder_女性

একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব কতখানি তা আমরা কমবেশি সবাই জানি।  নারীর জন্য বাজেট বরাদ্দের দাবির প্রতি দৃষ্টি দিয়ে সরকার এ বছর বেশ কিছু বিষয় বাজেটে সংযুক্ত করেছে, যা নারীর জন্য ইতিবাচক।  জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী উদ্যোক্তাদের আয়করে আরও ছাড় দেওয়া হয়েছে। দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এবার নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা ৫০ লাখ  থেকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মোটাদাগে নারী উদ্যোক্তাদের জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা ছাড়াও স্যানিটারি ন্যাপকিনের উপরে ১৫ পারসেন্ট ভ্যাট প্রত্যাহার, অসহায় মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা এবং ডে কেয়ার সেন্টার স্থাপনের বিষয়টি চলতি মাসের ৩ তারিখের ঘোষিত বাজেটে উঠে এসেছে। এবারের বাজেটে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিভিন্ন সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জেন্ডার সংবেদনশীল বাজেট মানে শুধু নারীর জন্য বাজেট নয়। জেন্ডার বান্ধব বাজেটের আওতায় অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি, যেন গৃহস্থালি ও সেবামূলক কাজে নারীর দায়িত্ব সহজ হয়। পাশাপাশি নারীর জন্য বিকল্প সুবিধাদির ব্যবস্থা করা। অমূল্যায়িত সেবাকাজকে জেন্ডার রেসপনসিভ বাজেটিংয়ের সাথে একত্রিত করা।  সরকারের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এনজিও, করপোরেট, বাণিজ্যিক ও গণমাধ্যমকেও এগিয়ে আসা দরকার বলে মনে করেন তারা।  

কিছু বাধ্যতামূলক নিয়ম প্রবর্তন এবং বাস্তবায়নের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে সহজ ও ত্বরান্বিত করা সম্ভব। তবেই জাতীয় বাজেটকে নারীবান্ধব বাজেট কিংবা জেন্ডার সহনশীল বাজেট বলা যাবে বলেও মত প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

সুপ্রিয় শ্রোতা এখন আমরা জাতীয় বাজেটে নারীর অংশগ্রহণ বিষয়ে শুনবো বিশেষজ্ঞের মতামত। এ প্রসঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।  আমাদের অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

নারীবান্ধব বাজেটের জন্য চাই সকল স্তরের সহযোগিতা: ড. রুমানা হক

আকাশ ছুঁতে চাই ২৫_fororder_caifang

আকাশ ছুঁতে চাই ২৫_fororder_caifang2

ড.রুমানা হক

বাংলাদেশের জাতীয় বাজেট প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, বাজেটকে নারী বান্ধব করার খুবই প্রয়োজন, কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। এদেশে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে নারীর সংখ্যা বেশি। নারীকে তাই সম্পদে সমান প্রবেশাধিকার দিতে হবে। নারী যেহেতু পিছিয়ে পড়া জনগোষ্ঠি তাই তাদেরকে এগিয়ে  নিয়ে যাওয়ার জন্য সরকারি, বেসরকারি ও সেবাসংস্থাগুলোকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। নারীকে সামাজিকভাবে নিরাপত্তা ও অধিক সুবিধা দিতে হবে। এবার নারী উদ্যোক্তাদের যে প্রণোদনা দেয়া হয়েছে তা ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘নারীর অগ্রযাত্রা শুরু করতে হবে পরিবার থেকে। পারিবারিক সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রয়োজন। এরপর  সমাজে ও রাষ্ট্রেও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে।’ বাজেটের যথাযথ বাস্তবায়ন দরকার সবচেয়ে বেশি। কারণ নাররি প্রতি যে সুবিধাগুলো দেয়া হচ্ছে বাস্তবে সেগুলো নারী পাচ্ছে কিনা সেটা মনিটরিং দরকার। নারীর স্বাস্থ্যখাতেও আরও বেশি বরাদ্দ প্রয়োজন। তিনি মনে করেন, সমাজের ও রাষ্ট্রের সকল স্তরের সহযোগিতা, সমন্বয় এবং আন্তরিকতার মাধ্যমেই নারীবান্ধব বাজেটের বাস্তবায়ন সম্ভব ।

চীনা ফ্যাশনে নতুন ট্রেন্ড হানফু

আকাশ ছুঁতে চাই ২৫_fororder_hanfu

চীনের নারীরা যেমন দেশগঠনে ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছেন তেমনি তারা জাতীয় ঐতিহ্যকে ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।ফ্যাশনের নতুন ট্রেন্ড হলো হাজার বছরের পুরনো চীনা পোশাক হানফু।চীনের ফ্যাশন সচেতন নারীদের মধ্যে এখন দারুণ জনপ্রিয়তা পেয়েছে হানফু। হানফু চীনের ঐতিহ্যবাহী পোশাক। প্রায় তিন হাজার বছর ধরে এটি চীনের মানুষ ব্যবহার করছে। অথচ এর আগে নারীদের জন্য চীনের ঐতিহ্যবাহী পোশাক বলতে মনে হতো ছিপাও যার ইতিহাস মাত্র তিন-চারশ বছরের।

সম্প্রতি চীনের টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন ঐতিহাসিক, মিথভিত্তিক কস্টিউম ড্রামা খুব জনপ্রিয়তা পেয়েছে। আর চীনের নারীরাও নতুনভাবে আকৃষ্ট হয়েছেন ঐতিহ্যবাহী হানফুর প্রতি। হানফু যারা কিনছেন সেই যুব সম্প্রদায়ের ক্রয় ক্ষমতাও ইদানিং বৃদ্ধি পাওয়ায় এর বিক্রিও হচ্ছে দেদার। হানফু প্রস্ততকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে যাদের অনেকগুলোর মালিকানাও নারীর হাতে। দুই সন্তানের জননী ওয়ান ইউয়ে একজন ফ্যাশন সচেতন নারী।

তিনি বলেন, ‘আমার চারপাশের মানুষদের হানফু পরতে দেখে আমিও এর প্রতি আকৃষ্ট হই। এই পোশাকে যেমন রয়েছে আমার সংস্কৃতি ও ঐতিহ্যের স্পর্শ তেমনি এতে আমাকে সুন্দরও দেখায়।’ একটি জরিপে দেখা গেছে, ২০১৮ সালে হানফু ক্রেতার সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে। চলতি বছরের শেষে হানফু বিক্রির অর্থমূল্য হবে ১০.১৬ বিলিয়ন ইউয়ান। বিভিন্ন শহরে নারীদের উদ্যোগে গড়ে উঠছে হানফু ক্লাব। চীনের ফ্যাশনপ্রিয় নারীরা এভোবেই অবদান রাখছেন তাদের জাতীয় ঐতিহ্যের পুনর্জীবনে।

চীনের বিখ্যাত  নারী:  বিজ্ঞানী লি ফাংহুয়া

আকাশ ছুঁতে চাই ২৫_fororder_nvxing

বিজ্ঞানী লি ফাংহুয়া

চীনের বিখ্যাত পদার্থবিদ এবং বিশ্বখ্যাত  বিজ্ঞানী লি ফাংহুয়ার জন্ম ১৯৩২ সালে হংকংয়ে। তার পরিবারের পূর্বপ্রজন্মের বাসস্থান ছিল কুয়াংতুং প্রদেশে। তিনি শৈশব কাটিয়েছেন হংকং, বেইজিং এবং কুয়াংচৌতে। লি ফাংহুয়া তার মেধার জন্য বিশ্বব্যপী সমাদৃত হয়েছেন এবং তিনটি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা অধ্যয়ন করেছেন। সান ইয়াতসেন বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে  মেধার স্বাক্ষর রাখেন।

চীনের ও বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ও প্রতিষ্ঠানে ভিজিটিং স্কলার ছিলেন তিনি। চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ফেলো লি ফাংহুয়া পদার্থবিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বের নারী বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হয়েছেন। ২০০৩ সালে লরিয়েল ইউনেসকো অ্যাওয়ার্ড ফর উইমেন ইন সায়েন্স সম্মাননা জয় করে তিনি নারীর বিজ্ঞান চর্চার অন্যতম আইকনে পরিণত হন।  ২০২০ সালে বেইজিংয়ে এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।

প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

 

 

 

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া

বাজেট বিষয়ক প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা:  হোসনে মোবারক সৌরভ