আজকের টপিক: সামাজিক মতৈক্য খুঁজে বের করা হচ্ছে সিপিসি’র বৈশিষ্ট্য
2021-06-10 17:36:28

জুন ১০: ড. চাং সিংইং প্রতিদিনই গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষকের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের ঘনত্ব সম্পর্কে জানতে বেইজিং আবহাওয়া উপগ্রহের গ্রাউন্ড স্টেশনে যান। ২০১৮ সালে চীনা জনগণের রাজনৈতিক পরামর্শমূলক সম্মেলনের জাতীয় কমিটির সদস্য হিসাবে কাজ শুরু করার পর থেকে ডাঃ চাংয়ের গবেষণা শুরু হয়। তার কাজ ও সিপিপিসিসি-র সম্মেলনে উত্থাপিত তার বিভিন্ন প্রস্তাবের একটিই থিম: দূষণ হ্রাস ও কার্বন হ্রাস। তাঁর ‘কার্বন হ্রাস ও নির্গমন হ্রাস’ নীতিসম্পর্কিত প্রস্তাব সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স। ড. চাংয়ের মতো, চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ২ সহস্রাধিক প্রতিনিধি সরকারকে বরাবরই বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়ে আসছেন।

গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনের জাতীয় শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা। অ্যাসোসিয়েটেড প্রেস একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসাবে, সিপিপিসিসি-র গুরুত্ব সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। সিপিপিসিসি-র সদস্যরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণের উদ্বেগের বিষয়গুলোকে সামনে রেখে পরামর্শ দিয়ে থাকেন। কানাডিয়ান পণ্ডিত মার্ক ওয়ারেন বলেছেন, ‘চীন গণতন্ত্রের বিকাশকে সক্রিয়ভাবে উত্সাহিত করে’। তিনি এটাকে ‘সরকার কর্তৃক পরিচালিত গণতন্ত্র’ বলে আখ্যায়তি করেছেন।

চীনা কমিউনিস্ট পার্টির একটি গুরুত্বপূর্ণ নীতি হল ঐকমত্যের ভিত্তিতে কাজ করা। ২০১২ সালের নভেম্বরে, চীনা কমিউনিস্ট পার্টির অষ্টম জাতীয় কংগ্রেস ‘সমাজতান্ত্রিক পরামর্শমূলক গণতন্ত্র ব্যবস্থার উন্নতি’ শীর্ষক প্রস্তাব উত্থাপিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো সিসিপি-র সর্বোচ্চ স্তরের নথিতে ‘পরামর্শমূলক গণতন্ত্র’ টার্মটি সংযুক্ত হয়।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র গবেষক মার্টিন জ্যাক, মনে করেন, চীনা কমিউনিস্ট পার্টি মানুষকে কেন্দ্র করে মানুষের জন্য সুখী জীবন সৃষ্টির চেষ্টা করে আসছে। এটি সিপিসি’র মূল উদ্দেশ্য।

সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব এশিয়ান স্টাডিজ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক চেং ইয়ুং নিয়ান বলেন, সর্বাধিক সামাজিক মতৈক্য খুঁজে বের করা হচ্ছে সিপিসি’র ব্যবস্থাগত পর্যায়ে একটি ‘ওপেন পার্টি সিস্টেম’। তিনি ব্যাখ্যা করে বলেন, সিপিসি সমাজের বিভিন্ন গোষ্ঠীর স্বার্থকে গুরুত্ব দেয় এবং তাদের মধ্যে সংহতির জন্য কাজ করে।

জার্মান রাজনীতিবিদ, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির ‘বেসিক ভ্যালু কমিটি’-র ভাইস চেয়ারম্যান মায়ার এবং যুক্তরাষ্ট্রে চীনা বিষয়ক বিশেষজ্ঞ শেন তাইওয়েই বলেন,  উন্মুক্ততা হচ্ছে সিপিসি’র সাফল্যের এক গুরুত্বপূর্ণ কারণ। তিনি বলেন, সিপিসি একমাত্র কমিউনিস্ট পার্টি, যা সমাজের সকল গোষ্ঠীর জন্য উন্মুক্ত। সুতরাং, এ পার্টি নিয়মিত পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণীর বা মানুষের স্বার্থ ও ধারণা পার্টির মধ্যে প্রতিফলিত হয় বা প্রকাশিত হয়’ বলে সিপিসি চীনের উন্নয়নের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির কাজের একটি নিয়ম হচ্ছে ‘ যে-কোনো বিষয়ে আলোচনা হতে পারে, সবার ব্যাপার সবার সঙ্গে আলোচনা হতে পারে’। এর ভিত্তিতে সমাজে মতৈক্য খুঁজে বের করে চীনকে অব্যাহতভাবে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক ও প্রেসিডেন্ট সি চিন পিং এর ওপর অনেক গুরুত্ব দিয়ে থাকেন। সামাজিক মতৈক্য খুঁজে বের করা সম্পর্কে তিনি বলেন, গোটা সমাজে মতৈক্য প্রতিষ্ঠা হচ্ছে জনসাধারণের গণতন্ত্রের মূল কথা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)