চীনের বিখ্যাত নারী: বিজ্ঞানী লি ফাংহুয়া
2021-06-10 18:47:30

চীনের বিখ্যাত  নারী:  বিজ্ঞানী লি ফাংহুয়া_fororder_nvxing

বিজ্ঞানী লি ফাংহুয়া

চীনের বিখ্যাত পদার্থবিদ এবং বিশ্বখ্যাত  বিজ্ঞানী লি ফাংহুয়ার জন্ম ১৯৩২ সালে হংকংয়ে। তার পরিবারের পূর্বপ্রজন্মের বাসস্থান ছিল কুয়াংতুং প্রদেশে। তিনি শৈশব কাটিয়েছেন হংকং, বেইজিং এবং কুয়াংচৌতে। লি ফাংহুয়া তার মেধার জন্য বিশ্বব্যপী সমাদৃত হয়েছেন এবং তিনটি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা অধ্যয়ন করেছেন। সান ইয়াতসেন বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে  মেধার স্বাক্ষর রাখেন।

চীনের ও বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ও প্রতিষ্ঠানে ভিজিটিং স্কলার ছিলেন তিনি। চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এবং ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সেস এর ফেলো লি ফাংহুয়া পদার্থবিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে বিশ্বের নারী বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হয়েছেন। ২০০৩ সালে লরিয়েল ইউনেসকো অ্যাওয়ার্ড ফর উইমেন ইন সায়েন্স সম্মাননা জয় করে তিনি নারীর বিজ্ঞান চর্চার অন্যতম আইকনে পরিণত হন।  ২০২০ সালে বেইজিংয়ে এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন।