মুভি ‘এই গান দিয়ে প্রমাণ করা যায়’
2021-06-10 12:53:32

মুভি ‘এই গান দিয়ে প্রমাণ করা যায়’_fororder_0610

‘কমিউনিস্ট পার্টি না-থাকলে গণপ্রজাতন্ত্রী চীন থাকবে না’ শিরোনামের গানটি সব চীনা মানুষের কাছে পরিচিত। এই গানটি এখনও প্রচলিত রয়েছে; কিন্তু কেন?

 

চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষ্যে ‘এই গানের মাধ্যমে প্রমাণ করা যায়’ নামের চলচ্চিত্রটি চীনা জাতির জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধ যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। এই গানে ছাও হুও শিংয়ের ‘কমিউনিস্ট পার্টি না থাকলে গণপ্রজাতন্ত্রী চীন আর থাকবে না’ নামে গানটি রচনার পর চীনা জাতির মধ্যে প্রচলিত হওয়া এবং গণপ্রজাতন্ত্রী চীন গঠনে চীনা জনগণকে উত্সাহ দেওয়ার গল্প তুলে ধরা হয়।

 

এ চলচ্চিত্রের চিত্রনাট্যকার ওয়াং শিং তোং সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থায় দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এটি হলো একজন মানুষ ও একটি গান এবং একটি পার্টি ও একটি দেশের গল্প।
১৯৪৩ সালের শরত্কালে মাত্র ১৯ বছর বয়সী ছাও হুও শিং বেইজিংয়ের উপকণ্ঠে কুওমিংতাং পার্টির স্বৈরাচার ও একনায়কত্বের বিরোধিতা করে সিরিজ লোকগান তৈরি করেন। সেগুলোর মধ্যে একটি হলো ‘কমিউনিস্ট পার্টি না থাকলে চীন আর থাকবে না’। তারপর গানটি ব্যাপক প্রচলিত হয় এবং এই নামে পরিচিতি পায়।

 

কয়েক বছর আগে ছাও হুও শিংয়ের গানটি রচনার খোঁজ খবর নিতে ওয়াং শিং তোং বেইজিং, থিয়েনচিন ও হ্যপেইতে যান। ব্যাপক তদন্তের পর তিনি আবিষ্কার করেন যে, ছাও হুও শিংয়ের ১০ বছর বড় আরেকজন বড় ভাই আছে। সে সময় তারা দু’জন কমিউনিস্ট পার্টি ও কুওমিনতাং পার্টিতে যোগ দেন। ছাও হুও শিং ‘কমিউনিস্ট পার্টি না থাকলে গণপ্রজাতন্ত্রী চীন আর থাকবে না’ গানটি রচনা করেন। এতে ভাইয়ের সঙ্গে বিশ্বাসের দ্বন্দ্ব সৃষ্টি হয়।

 

‘এই গানের মাধ্যমে প্রমাণ করা যায়’ চলচ্চিত্রে একটি গানকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চিন্তা-ভাবনা ও বিশ্বাসের দ্বন্দ্ব এবং চীনের কমিউনিস্ট পার্টি’র দুর্বল থেকে শক্তিশালী হওয়া, ছোট থেকে বড় হওয়া আর অবশেষে কুওমিনতাং পার্টিকে পরাজিত করার প্রক্রিয়া ফুটিয়ে তোলা হয়েছে।

চলচ্চিত্রে ‘কমিউনিস্ট পার্টি না থাকলে গণপ্রজাতন্ত্রী চীন আর থাকবে না’ গানটির প্রভাব ধীরে ধীরে বাড়ছে। ছাও হুও শিংয়ের বড় ভাই ছোট ভাইকে হত্যা করার নির্দেশ পান।

যখন তারা দু’জন মুখোমুখি হন, তখন ছাও হুও শিং বড় ভাইকে বলেন, কোনো অস্ত্র দিয়েই জনগণের পছন্দের একটি গান হত্যা করা যাবে না।
 

বড় ভাই অবশেষে ছোট ভাইকে ছেড়ে দেন। কুওমিনতাং পার্টি তার বিরুদ্ধে অভিযোগ করলে তিনি ছোট ভাইয়ের এই কথাটি উল্লেখ করেন।

‘এই গানের মাধ্যমে প্রমাণ করা যায়’ চলচ্চিত্রের পরিচালক তিং সিও মিং বলেন, চলচ্চিত্রে ‘কোনো অস্ত্র দিয়ে জনগণের পছন্দের গান হত্যা করা যায় না’, এর মতো আরো অনেক স্মরণীয় কথা আছে। যেমন, প্রতিরোধ যুদ্ধে ভালো একটি গান একদল সেনার সমান, শহরের ওপর বোমা হামলা চলতে পারে, তবে সাহিত্যিক মানুষ শিল্পকর্ম দিয়ে মানুষের মন জয় করতে পারে, কমিউনিস্ট পার্টি ও জনগণের সম্পর্ক মাছ ও পানির সম্পর্ক, কিন্তু কুওমিনতাং পার্টির সঙ্গে মানুষের সম্পর্ক তেল ও পানির মতো।

 

চিত্রনাট্যকার ওয়াং শিং তোং বলেন, ‘কমিউনিস্ট পার্টি না থাকলে গণপ্রজাতন্ত্রী চীন আর থাকবে না’ গানের কথা সহজ ও সরল। যা আধুনিক সাহিত্য ও শিল্প সৃষ্টির ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। তা হলো- জনগণ থেকে অনুপ্রেরণা পাওয়া এবং জনগণের কাছে যাওয়া। এমন সাহিত্য ও শিল্পকলা জনগণকে মুগ্ধ করতে পারে।

(লিলি/তৌহিদ/শুয়েই)