চৌ হুয়া চিয়ান
2021-06-09 15:33:41

চৌ হুয়া চিয়ান ১৯৬০ সালের ২২ ডিসেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের শান থৌ শহরের ছাও নান অঞ্চলে তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসংগীত শিল্পী, সুরকার ও অভিনেতা। তিনি তাইওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮৪ সালে তিনি শোবিজে প্রবেশ করেন। ১৯৮৭ সালে তিনি ‘হৃদয়ের দিক’ অ্যালবাম দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। একই বছর তিনি প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি তাঁর পঞ্চম অ্যালবাম ‘ট্রুয়েস্ট ড্রিম’ প্রকাশ করেন। 

চৌ হুয়া চিয়ান_fororder_u=2288303572,4144384255&fm=26&fmt=auto&gp=0

কেমন লেগেছে গানটি? নিশ্চয় আপনাদের ভালো লাগার কথা। ১৯৯১ সালে চৌ হুয়া চিয়ান প্রকাশিত ‘তুমি আমাকে সুখী ও দুঃখিত করেছো’ গানটি শোবিজে তাঁর অবস্থান মজবুত করে। ১৯৯৩ সালে একই নামের অ্যালবাম দিয়ে তিনি চতুর্থ তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়ক পুরষ্কার জিতেন। একই বছরে প্রকাশিত অ্যালবাম ‘ফ্লাওয়ার হার্টের’ এশীয় অঞ্চলে বার্ষিক বিক্রয় পরিমাণ চার মিলিয়নেরও বেশি ছিল। 

চৌ হুয়া চিয়ান_fororder_u=919741141,3933828947&fm=26&fmt=auto&gp=0

১৯৯৪ সালে চৌ হুয়া চিয়ান তাঁর প্রথম ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৫ সালে তিনি আইএফপিআই বছরের শীর্ষ বিক্রিত অ্যালবামের শিল্পী পুরষ্কার এবং মার্কিন বিলবোর্ডে এশিয়ান অসামান্য গায়ক-গীতিকার পুরষ্কার জিতেন। ১৯৯৭ সালে প্রকাশিত ‘বন্ধু’ গানটি তাঁর গানে ক্যারিয়ারে প্রতিনিধিমূলক গানগুলোর অন্যতমে পরিণত হয়। 

চৌ হুয়া চিয়ান_fororder_src=http___i1.hdslb.com_bfs_archive_03b8d679aeca9ba18e6f6bdbc12768c741d415c3&refer=http___i1.hdslb

একসময় অনেক অনুরাগী ইন্টারনেটে চৌ হুয়া চিয়ানের কয়েকটি গান দিয়ে এক একটি ছোট প্রবন্ধ রচনা করেন। চৌ হুয়া চিয়ান খুব মুগ্ধ হয়ে তা নিয়ে একটি গান সৃষ্টির কথা ভাবেন। ১৯৮৬ সালে যখন তিনি শোবিজে প্রবেশ করেন, তখন থেকে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। সুতরাং গীতিকার সে সব গানের সংমিশ্রনে ‘কোন গান তোমাকে আমায় মনে করিয়ে দেয়?’ গানটি সৃষ্টি করেন। 

চৌ হুয়া চিয়ান_fororder_src=http___hbimg.b0.upaiyun.com_6cab683a97d3cf46b21b2bd6cf6b1754639c4432ac50-do6x0F_fw658&refer=http___hbimg.b0.upaiyun

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে চৌ হুয়া চিয়ানের অন্য একটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘আমাকে কিছুই তোমায় ভালোবাসা থেকে বিরত রাখতে পারবে না। (প্রেমা/এনাম)

চৌ হুয়া চিয়ান_fororder_src=http___galaxy.com.my_data_gallery_a8487c382764cf00266e423b8b848656-35883393_10156302699226217_1154567404794150912_o&refer=http___galaxy.com