আমরা একই পরিবারের সদস্য এবং আমাদের ভবিষ্যত্ আরো সুন্দর হবে: সি চিন পিং
2021-06-09 15:38:51

জুন ৯: গতকাল (মঙ্গলবার) চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং ছিংহাই প্রদেশের কাংছা জেলার শালিউহ্য থানার কুওলুওচাংকোংমা গ্রাম পরিদর্শন করেন। তিনি গ্রামবাসীদের বলেন, আমরা একই পরিবারের সদস্য এবং আমরা একে অপরের ভাইবোন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার শততম বার্ষিকীতে চীনা জাতি নিঃসন্দেহে আরো শক্তিশালীভাবে বিশ্বের মঞ্চে আবির্ভূত হবে। চীনা জাতি ডালিমের বীজের মতো আলিঙ্গন করে থাকে এবং আমরা বিশ্বাস করি, আমাদের ভবিষ্যত্ আরো সুন্দর হবে।

উল্লেখ্য, কুওলুওচাংকোংমা গ্রামটি তিব্বতি জাতির পশুপালকদের গ্রাম। এই গ্রামে ২৪০০ মানুষ রয়েছে। ২০১৭ সালে গ্রামটি দরিদ্রতা থেকে মুক্তি পায়। সাম্প্রতিক বছরগুলোতে গ্রামটির শিল্প খাত উন্নত হয়। ২০২০ সালে গ্রামের সমষ্টিগত অর্থনীতির মোট পরিমাণ তিন লাখ ৬০ হাজার ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায়। গ্রামবাসীদের মাথাপিছু নিট আয় ১২ হাজার ৩১৩ ইউয়ানে উন্নীত হয়।

(লিলি/তৌহিদ/শুয়েই)