চিয়াং হুই
2021-06-09 17:31:28

চিয়াং হুই_fororder_微信截图_20210606091900

গান ১   বন্ধুরা, এই গানের নাম ‘দেরি করে বিয়ে’; এর গায়িকা হলেন চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা চিয়াং হুই। তিনি তাইওয়ান সংগীত মহলে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী গায়িকা। সংগীত জীবনে চিয়াং হুই বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরষ্কার পেয়েছেন। তার অনেক জনপ্রিয় গান আছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চিয়াং হুর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।

চিয়াং হুই ১৯৬৪ সালে চীনের তাইওয়ান প্রদেশের ই চিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা খুব দরিদ্র ও অস্থির অবস্থায় কেটেছে। ১৫ বছর বয়সে তিনি তাইপেই শহরে গিয়ে বিভিন্ন বারে গান গাইতে শুরু করেন। দুই বছর পর একজন বিখ্যাত সংগীত প্রযোজক চিয়াং হুই’র অসাধারণ সংগীত প্রতিভা আবিষ্কার করেন এবং তাকে সংগীত কোম্পানিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। এরপর চিয়াং হুই’র শিল্পী জীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।গান ২

১৯৮২ সালে চিয়াং হুই তার প্রথম স্থানীয় ভাষার অ্যালবাম ‘তোমার আমাকে তুচ্ছ করা উচিত নয়’ প্রকাশ করেন। চিয়াং হুই কোমল কণ্ঠে অ্যালবামের প্রেমের গানগুলো পরিবেশন করেন, এজন্য তার গানও জনপ্রিয় হয়। পরের বছর চিয়াং হুই নতুন অ্যালবাম ‘তুমি সহ্য করছো’ প্রকাশ করেন। এই অ্যালবামের গানগুলোতে তিনি সাধারণ মানুষ ও নারীদের জীবনের অসহায়ত্বের কথা বলেছেন। বন্ধুরা, এখন  শুনুন ‘তুমি সহ্য করছো’ অ্যালবাম থেকে চিয়াং হুই’র জনপ্রিয় একটি গান ‘বিদায়ের উপকূল’।গান ৩

১৯৯০ সালে তাইওয়ানে প্রথম গোল্ডেন সুর অ্যাওয়ার্ডস আয়োজন করা হয়। চিয়াং হুই তার নতুন অ্যালবাম ‘দুঃখের জায়গা’র জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান। সেই সময়ে তাইওয়ানে গানগুলো প্রধানত ম্যান্ডারিন ভাষার গান ছিল। তবে চিয়াং হুই স্থানীয় ভাষা ও সংস্কৃতি বেশ পছন্দ করেন এবং স্থানীয় ভাষা দিয়ে গান গাওয়ায় অবিচল থাকে। ১৯৯২ সালে তিনি নতুন স্থানীয় ভাষার অ্যালবাম ‘মনের কথা’ প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশ করতেই দ্রুত জনপ্রিয় হয় এবং অল্প সময়ে ৩০ লাখ কপি বিক্রি হয়। তার প্রভাবে তাইওয়ানের সংগীত মহলে স্থানীয় ভাষায় গান তৈরির নতুন প্রবণতা শুরু হয়। বন্ধুরা, এখন শুনুন চিয়াং হুই’র জনপ্রিয় গান ‘মনের কথা’।গান ৪

স্থানীয় ভাষার গান জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চিয়াং হুই ধীরে ধীরে স্থানীয় ভাষার গানের প্রতিনিধি হয়ে ওঠেন। তার নতুন অ্যালবাম প্রকাশের পরই জনপ্রিয় হয়। ২০০০ থেকে ২০০৩ সাল টানা চারবার গোল্ডেন সুর অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ গায়িকার পুরষ্কার পান। বন্ধুরা, এখন আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক চৌ চিয়ে লুন ও বিখ্যাত গীতিকার ফান উন শান চিয়াং হুই’র রচিত একটি সুন্দর গান ‘বৃষ্টি পড়ার শব্দ’। গানে মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশিত হয়। চলুন গানটি শুনি।গান ৫

২০১০ সালে চিয়াং হুই ‘সেই সময়’ অ্যালবামটি প্রকাশ করেন। অ্যালবামের প্রায় সব গান তার বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন এবং দরিদ্র মেয়ে থেকে বিখ্যাত গায়িকা হওয়ার প্রক্রিয়ায়  জীবন সম্পর্কে তার ধারণা প্রকাশিত হয়েছে। অ্যালবামটি সে বছরের শ্রেষ্ঠ অ্যালবামের পুরষ্কার পায়। ২০১১ সালে চিয়াং হুই শাংহাইয়ে চীনের মূলভূখণ্ডে তার প্রথম কনসার্ট আয়োজন করেন। তার গানগুলো চীন ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়াতেও জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন ‘সেই সময়’ এই অ্যালবামে চিয়াং হুই’র একটি জনপ্রিয় গান ‘ভালোবাসা’ শুনবো।গান ৬

২০১৫ সালে চিয়াং হুই ধারাবাহিক কনসার্ট আয়োজনের পর অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। নতুন গান প্রকাশ না করলেও চিয়াং হুই ও তার গানগুলো এখনও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে চিয়াং হুই’র আরেকটি সুন্দর গান ‘বাসা’ শুনবো, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।