‘মধ্য রাতের আমি’
2021-06-08 15:59:35

‘মধ্য রাতের আমি’_fororder_yang

ইয়াং ভেই আন, ১৯৭১ সালের ৫ জুন চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একটি মিউজিক স্টুডিও প্রতিষ্ঠা করেছেন।

 

১৯৮৮ সালে ১৭ বছর বয়সী ইয়াং ভেই আন অপেশাদার সংগীত ব্যান্ড ডার্টি ফিঙ্গারসে (Dirty Fingers)-এ যোগ দেন এবং প্রধান কণ্ঠশিল্পীর ভূমিকা পালন করেন। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে পা রাখেন।

 

১৯৯৪ সালের গ্রীষ্মকালে ইয়াং ভেই আন বন্ধুর সঙ্গে টিএনটি নামে এক সংগীত ব্যান্ড গঠন করেন। তিনি দশ-বারো বছর ধরে পানশালায় গান পরিবেশন করেছেন। ২০০৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে একজন পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতে থাকেন।

 

২০০৬ সালের ২৬ মে ইয়াং ভেই আন ‘মধ্য রাতের আমি’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে ‘আমি বিশ্বাস’ নামে গানটি দিয়ে তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১০ সালের অগাস্ট মাসে তিনি ‘হুয়াং হ্য’ মিউজিক স্টুডিও স্থাপন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং ভেই আনের গান ‘বাম দিকে, ডান দিকে’। গানের কথায় বলা হয়: প্রতিবার তোমার হাত ধরার মুহূর্তে, মনে প্রশ্ন জাগে। হৃদয়ের বাম না-কি ডান দিকে তোমার ভালোবাসা ধারণ করতে হয়। বাম দিকে সূর্যমুখী হাসি মুখ। ডান দিকে ভারী চিন্তা।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইয়াং ভেই আনের কণ্ঠে ‘এই ভালোবাসা’ নামে একটি সুন্দর গান। গানের কথাগুলো এমন: ভালোবাসা হলেও বোঝা যায় ঘৃণা কোনো ব্যাপার না। কাঁদার পর বোঝা যায়, হাসিটা কত ব্যথার। এই ভালোবাসা শেষ দিকে গেল। আমার অশ্রু, থেমে যায় না। আমি এখনও এই ভালোবাসা ধরতে চাই, ছেড়ে দিতে চাই না। এই ভালোবাসা, হারালে জানা যায়, অর্জনের সময় কত খুশি ছিল। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং ভেই আনের গান ‘আমি বিশ্বাস করি’। গানের কথায় বলা হয়: আমি আকাশে সূর্যের সঙ্গে উড়তে চাই। এই বিশ্ব আমার পরিবর্তনের অপেক্ষায়। আমার স্বপ্ন, অন্যকে ভয় দেখায় না। এখানে আমি সব পূরণ করতে পারি। চিন্তা ছেড়ে সামনের দিকে যাও, আমি মঞ্চের ঠিক মাঝখানে। আমি নিজেকে বিশ্বাস করি, আমি আগামীকালে ভরসা করি।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং ভেই আনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)