আমি কে জানো কি?
2021-06-08 09:00:41

আমি কে জানো কি?_fororder_微信图片_20210608084935

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের একজন প্রবীন নারী কন্ঠশিল্পীর গান শোনাবো এবং তাঁর পরিচয় দেবো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘খালি উপত্যকার পাদদেশ’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: গাছের পাতা হয়ত পড়ে যাবে না। কে আমার জন্য দুঃখিত হবে? গরম বাতাস, ঠান্ডা কুয়াশা, একাকী আমার চারপাশ। ছায়া, চন্দ্র এখানে কতো শান্ত।

চলুন, বন্ধরা আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী চাং নান ইয়ান’র কন্ঠে ‘খালি উপত্যকার পাদদেশ’ শীর্ষক গান। তিনি গত শতাব্দীর ৮০ দশকে হংকংয়ের জনপ্রিয় টিভি সিরিজ ‘উ জে থিয়ান’-এর একই নামের থিম সং গেয়েছেন। উ জে থিয়ান হলেন চীনের প্রাচীনকালে একমাত্র নারী সম্রাট। তিনি হলেন থাং রাজবংশ মানে প্রায় দেড় হাজার বছরের আগের একজন সম্রাট। ১৯৮৫ সালে চাং নান ইয়ান ‘উ জে থিয়ান’ নামের অ্যালবাম প্রকাশ করেন। তাঁর অ্যালবামটি দেশে-বিদেশে অনেক জনপ্রিয় ছিল। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী চাং নান ইয়ানের কন্ঠে ‘উ জে থিয়ান’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমার ভালবাসা জানো কি?’ শীর্ষক আন। গানটি ১৯৮৪ সালে রিলিজ হয়। গানটিও টিভি সিরিজ ‘উ জে থিয়ান’-এর একটি গান। গানটিতে বলা হয়েছে: আমার ভালবাসা জানো কি? কে আমাকে সাহয্য করবে? আমার মনের কথা শুনবে। মানুষ গরম থেকে ঠান্ডা হয়েছে কেন? আমার ভালবাসা জানো কি?

চলুন, আমরা গানটি শুনবো।

আমি কে জানো কি?_fororder_微信图片_20210608084911

বন্ধুরা, শুনছিলেন চাং নান ইয়ানের কন্ঠে ‘আমার ভালবাসা জানো কি?’ শীর্ষক আন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমি কে জানো কি?’ শীর্ষক গান। গানটি ১৯৮৪ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: আমি কে তুমি জানো কি? তোমার জন্য আমি অতিথি নাকি অংশীদার? আমি তোমাকে পছন্দ করি, তুমি জানো কি? আমি কি পছন্দ করি, তুমি জানো কি? তোমার কাছে আছি, তবু আমার হৃদয় ভেঙ্গে গেছে। আমার ক্লান্ত লাগে, আমি কে, তুমি জানো কি?

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং নান ইয়ানের কন্ঠে ‘আমি কে জানো কি?’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ‘উ জে থিয়ান’ নামের টিভি সিরিজের আরেকটি গান শোনাবো। গানটির নাম হলো ‘কারো ঋণ নেই’ শীর্ষক গান। গানটিতে বলা হয়েছে: যখন বিদায় দেই, তখন আমাদের দেখার দরকার হবে না। আমরা বিচ্ছিন্ন হওয়ার পর কথায় যাবো। কোনো নালিশ করবো না। ভালবাসা হলো ভাগ্য। একসঙ্গে থাকা অনেক ক্লান্তিকর। বিচ্ছিন্নতা আরও ভাল।

চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন চাং নান ইয়ানের কন্ঠে ‘কারো ঋণ নেই’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘সে জানে কি?’ শীর্ষক গান। গানে বলা হয়েছে: সে জানে কি না, তা আমি জানি না। আমি কি আমার হৃদয় তাকে দিতে পারি? আমি তাকে কতো ভালবাসি, আমিও বলতে পারি না। আমার হৃদয়ে সে আছে। আমি তাকে কতো ভালবাসি! তার সঙ্গে হাসতে, কথা বলতে চাই। আমি তাকে কতো ভালবাসি!

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cnগানের অনুরোধআমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবী)