সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক মোস্তাক আহমেদ। তিনি বর্তমানে বাংলাদেশের পোপুলার মেডিতল কলেজ হাস্পিতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কোভিড-১৯ ভাইরাস কেন ঘন ঘন নিজেকে বদলে ফেলছে বা ফেলতে পারছে? এ ভাইরাস কি ল্যাবে উত্পাদিত হতে পারে? চলুন, এমন আরও প্রশ্ন নিয়ে ডাক্তার ফাহমিদা খানমের সামনে হাজির হই।