জনাব ব্লিনকেন, দয়া করে অ্যাসাঞ্জের মতো মানুষদের মুক্তি দেওয়ার অনুরোধের জবাব দিন: সিআরআই সম্পাদকীয়
2021-06-06 16:02:28

জুন ৬: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন শুক্রবার প্রকাশিত এক টুইটার বার্তায় চীনের হংকং পুলিশকে এক অযৌক্তিক অনুরোধ জানান। তিনি অবৈধ সমাবেশ থেকে আটককারীদের মুক্তি দেওয়ার ভিত্তিহীন অনুরোধ জানিয়েছেন।

নেট ব্যবহারকারীরা তার এই টুইটার বার্তার জবাবে বলেছে, মার্কিন সরকারের কেলেঙ্কারির কারণে যাদের গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়ানো হয়েছে, তাদের মুক্তি দিন এবং উইকিলিক্সের জুলিয়ান আস্যাঞ্জকে প্রত্যর্পণের আবেদন বাতিল করুন। সিআরআই সম্পাদকীয় এসব মন্তব্য করেছে।

হংকং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েছে। কিন্তু জনাব ব্লিনকেন বহু বছর ধরে পশ্চিমা নেটব্যবহারকারীদের আস্যাঞ্জকে মুক্তি দেওয়ার অনুরোধটি উপেক্ষা করে আসছেন। আইনের শাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে দ্বৈত মানদণ্ড লালন করে। যুক্তরাষ্ট্রকে যারা আইনের শাসনের দেশ মনে করে তাদের জন্য বিব্রতকর বিষয় বলে উল্লেখ করেছে সিআরআই সম্পাদকীয়।

আস্যাঞ্জ মার্কিন সরকারের কী কী গোপন তথ্য উদঘাটন করেছিলেন? ২০১০ সালে  উইকিলিক্স ওয়েবসাইটে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধসংক্রান্ত মার্কিন সরকারের গোপন তথ্য প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে বেসরকারি লোকের ওপর বোমাহামলা চালানো এবং তাদেরকে নির্যাতন করা প্রভৃতি। তারপর আস্যাঞ্জ মার্কিন সরকারের ধারাবাহিক কেলেঙ্কারি প্রকাশ করে দেন। ফলে তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়। ২০১২ সালের জুন মাসে আস্যাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন। ২০১৯ সালের এপ্রিল মাসে ইকুয়েডরের দূতাবাস তাকে ব্রিটেনের কাছে হস্তান্তর করে। এরপর যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে। গত জানুয়ারি মাসে ব্রিটেন তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনা করে মার্কিন আবেদন নাকচ করে দেয়। এতে যুক্তরাষ্ট্র দারুণ হাতাশ হয় এবং ফের আপিল করার সিদ্ধান্ত নেয়।

(লিলি/তৌহিদ/জিনিয়া)