বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে; ভ্যাকসিন সংকট নিয়ে সতর্ক করলো হু
2021-06-05 17:05:31

বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪জন। খবরে বলা হচ্ছে- দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। এমন অবস্থায় জুন-জুলাই মাসে কোভ্যাক্সের টিকার ঘাটতির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। এসব বিষয়ে সর্বশেষ তথ্য থাকছে আজকের সংবাদ পর্যালোচনায়।

 

করোনাভাইরাসে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা, আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। ইতোমধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০জন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪জন। আর এ সময়ে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৮৮৭ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছে ১২ হাজার ৭৫৮জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ সাত হাজার ৮৬৭জন।

এদিকে, সম্প্রতি বাংলাদেশে এক গবেষণায় দেখা গেছে, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এই ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেব ঘোষণা করছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর’ জানায় পরীক্ষিত নমুনার মধ্যে চার-পঞ্চমাংশই করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট।

 

আইইডিসিআর জানায়, গত ১৬ মে পর থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে করোনাভাইরাসের ৫০টি নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে এবং ফলাফল হিসেবে নমুনার ৮০ শতাংশের মধ্যেই ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এই গবেষণার ভিত্তিতে আইইডিসিআর বলেছে, বাংলাদেশে কোভিড ১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্টের (ভারতীয় ভ্যারিয়েন্ট) কমিউনিটি সংক্রমণ বিদ্যমান।

 

এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সতর্ক করে বলেছে, জুন -জুলাই মাসে কোভ্যাক্সের টিকার ঘাটতি হতে পারে। এ কারণে বিশ্বের টিকা বণ্টন ও টিকাদান কর্মসূচি বিঘ্নিত হবে।

 

বিশ্বে বিশেষত নিম্ন আয়ের দেশগুলোতে করোনার টিকার ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে কোভ্যাক্স গঠন করে হু। ইতোমধ্যে ১২৯টি দেশে কোভ্যাক্স আট কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। সংস্থার কোভ্যাক্সের দায়িত্ব পালনকারী ব্রুস আইলওয়ার্ড জেনেভায় সাংবাদিকদের বলেন, আমাদের আরো ২০ কোটি ডোজ প্রয়োজন। তিনি বলেন, উন্নত দেশগুলো এ পর্যন্ত ১৫ কোটি ডোজ দেয়ার অঙ্গীকার করেছে। তবে এতে সঙ্কট কাটবে না। এসব ডোজ তাড়াতাড়ি না পেলে টিকা দেয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যর্থ হবে।

 

বিশ্বের জনসংখ্যার ৩০ থেকে ৪০ শতাংশকে চলতি বছর টিকা দিতে হলে সেপ্টেম্বরের শেষ নাগাদ আরো ২৫ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে। গভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপাপর্ডনেস ইনোভেশান্স এর সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত কোভ্যাক্স যে উদ্যোগ নিয়েছে তাতে টিকার সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে এ পর্যন্ত ২০০ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে, যাকে মাইলস্টোন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এর ৩৭ শতাংশ দেয়া হয়েছে উন্নত দেশগুলোতে যেখানে বিশ্ব জনসংখ্যার ১৬ শতাংশের বসবাস।

 

এখন পর্যন্ত বিশ্বে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩জন। মারা গেছে ছয় লাখ ১২ হাজার ২৪০জন। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫জন এবং মারা গেছে তিন লাখ ৪৪ হাজার ১০১জন। এরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।