চীনের ছিংহাইতে বসছে চলচ্চিত্রের আসর: খোঁজা হবে প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতা
2021-06-04 22:03:36

চীনের মেধাবী ও প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতাদের খুঁজে বের করার বড় আসর আগামি ২৫ জুলাই ছিংহাই প্রদেশের রাজধানী সিনিংয়ে শুরু হচ্ছে। ১৫তম এ আসর চলবে ২ আগস্ট পর্যন্ত।

এই আসরের মাধ্যমে মেধাবী নির্মাতাদের খুঁজে বের করে তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হয় যাতে তারা পরবর্তীতে চীনের চলচ্চিত্রের বিকাশে বিশেষ ভূমিকা রাখতে পারেন। 
অভিনেত্রী ও পরিচালক সিলভিয়া চ্যাং এই আসরে ছয় সদস্যের বিচারক প্যানেলের নেতৃত্ব দেবেন। 
এ ছাড়াও সেরা চিত্রনাট্যকার নির্বাচন প্রক্রিয়ায় থাকবেন অভিনেত্রী চুও সুন ও পরিচালক ফেং সিয়াংকংয়ের নেতৃত্বে ছয় সদস্যের বিচারক প্যানেল। 
লিঙ্গ ভারসাম্যকে ইতিবাচকভাবে তুলে ধরতে এবার একটি বিশেষ সেকশন রাখা হয়েছে। 

চীনের ছিংহাইতে বসছে চলচ্চিত্রের আসর: খোঁজা হবে প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতা_fororder_k1

 
এই সেকশনে মূলত নারীদের নিয়ে চলচ্চিত্র এবং নারী চলচ্চিত্র নির্মাতাদের কাজগুলো গুরুত্ব দিয়ে দেখা হয়। ফিচারধর্মী স্বল্পদৈঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে   চলচ্চিত্র শিল্পে সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ প্রতিভার উন্মেষ ঘটে চীনা তরুণদের নিয়ে সবচেয়ে বড় এই আসরে।
তানজিদ/হাশিম