বাংলাদেশে বিপুল ঘাটতির বাজেট প্রস্তাবনা, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ
2021-06-03 21:21:31

সাজিদ রাজু, ঢাকা :করোনায় বিপর্যস্ত অর্থনীতি ও কাজ হারানো মানুষদের প্রাধান্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের শিরোনাম ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’। বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
করোনা পরিস্থিতির জটিল সময়ে ও অর্থনীতির নানা কঠিন সমীকরণের মাঝেই দ্বিতীয় বারের মতো আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

 

图片默认标题_fororder_b2

ছবি: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী। 

 

তবে চলতি অর্থবছর রাজস্ব সংগ্রহ কিংবা এডিপি বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত না হলেও নতুন বাজেটে কমেনি আকার কিংবা জিডিপি প্রবৃদ্ধি অর্জনের স্বপ্ন। ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭.২ শতাংশ। 
বাজেটে আয়ের প্রধান উৎস রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এতে বাজেট ঘাটতি দাঁড়ালো ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপি'র ৬.২ শতাংশ।
বিপুল পরিমাণ এই ঘাটতি মোকাবিলা করতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়ার প্রস্তাবনা দেয়া হয়েছে বাজেটে। এর পরিমাণ ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। এর পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। 
আসছে বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৫ কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের বাজেটে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে প্রথম সাত মাসে বাস্তবায়ন হয়েছে ৩৫ শতাংশেরও কম।
এদিকে আসছে অর্থবছরে মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। তাই বাড়ছে বরাদ্দ। এখাতে বরাদ্দ দেয়া হয়েছে সর্বোচ্চ অর্থ, ৬৬ হাজার ১৬৪ কোটি টাকা। পাশাপাশি করোনা মোকাবিলায় বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে ৫.৩ শতাংশ। তবে করোনা পরিস্থিতির মধ্যে বহু মানুষের কাজ হারানো কিংবা দারিদ্র্যের হার বাড়লেও বাড়েনি ব্যক্তিশ্রেণীর কর মুক্ত আয়ের সীমা। 
বিশ্লেষকরা বলছেন, করোনা পরিস্থিতির আলোকে বাজেটের আকার বা অর্থায়নে বাজেট ঘাটতি তেমন কোন সমস্যা নয়। তবে বাজেটের বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

图片默认标题_fororder_b2b