বাজেটে কোন খাতে কত বরাদ্দ
2021-06-03 21:26:42

আজহার লিমন, ঢাকা: ২০২১-২২ অর্থবছরের বাজেট পরিকল্পনায়ও করের মাধ্যমে অর্জিত অর্থের উল্লেখযোগ্য অংশ ব্যয় হবে সরকারি কর্মকর্তাদের বেতন-বোনাসহ পরিচালন ব্যয়ে। সবথেকে বেশি বরাদ্দও পেয়েছে জনপ্রশাসন খাত। আলোচনা অনেক থাকলেও করোনা মহামারির এই সময়েও স্বাস্থ্যখাতে বরাদ্দ ৫ শতাংশের কোটা অতিক্রম করতে পারেনি। 

 

图片默认标题_fororder_b3

বাজেট অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী। ছবি: পিআইডি
 
করোনাকালের দ্বিতীয় বাজেটে স্বাস্থ্যখাত নিয়ে অনেক আলোচনা থাকলেও নতুন স্বাস্থখাত বরাদ্দ পেয়েছে মাত্র ৫ দশমিক ৪ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ৩২ হাজার ৭শ ৩১ কোটি টাকা। গেল অর্থ বছর থেকে এর পরিমাণ ৩ হাজার ৪শ ৮৪ কোটি টাকা বেশি।

বরাবরের মত নতুন বাজেটেও উল্লেখযোগ্য অর্থ ব্যয় হবে পরিচালন ব্যয়ে। ৬ লাখ ৩ হাজার ৬শত ৮১ কোটি টাকার বাজেটের অর্ধেকেরও বেশি, ৩ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে সরকার পরিচালনায়। এরপরই নতুন অর্থবছরে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ পরিমাণ। এ বিভাগে ২ লাখ ২৫ হাজার ৩শ ২৪ কোটি টাকার ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ও বিদেশি সুদ পরিশোধে ব্যয় হবে ৬৮ হাজার ২শ ১৩ কোটি টাকা।

খাতভিত্তিক বরাদ্দেও জনপ্রশাসন খাতে বরাদ্দ সবচেয়ে বেশি। মোট বাজেটের ১৮ দশমিক ৭শতাংশই ব্যয় হবে আমলাতন্ত্র পরিচালনার জন্য নির্ধারিত জনপ্রশাসন খাতে। টাকার হিসেবে এখাতে বরাদ্দ ১ লাখ ৮৫ হাজার ৪২৩ কোটি টাকা।

দ্বিতীয় বরাদ্দপ্রাপ্ত খাতের তালিকায় আছে শিক্ষা ও প্রযুক্তিখাত। বাজেটের ১৫ দশমিক ৭ শতাংশ নিয়ে এখাতে ব্যয়ের জন্য নির্ধারিত হয়েছে ৯৪ হাজার ৮শ ৭৫ কোটি টাকা। এরপরই আছে যোগাযোগ ও পরিবহন খাত। ১১ দশমিক ৯ শতাংশ নিয়ে খাতভিত্তিক বরাদ্দের তৃতীয় অবস্থানে আছে খাতটি।

স্থানীয় সরকার ও পল্লী উ্ন্নয়ন পেয়েছে মোট বাজেটের ৭ শতাংশ বরাদ্দ। টাকার হিসেবে এর পরিমাণ ৪২ হাজার ১শ ৯২ কোটি টাকা। বরাবারের মত সামরিক খাত বরাদ্দের শীর্ষে। নতুন অর্থবছরে বিভিন্ন বাহিনী পরিচালনার জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৭শ ৩৫ কোটি টাকা। এটি মোট বাজেটের ৬ দশমিক ২ শতাংশ।

জননিরাপত্তা আদেশ, ভর্তুকি বা প্রণোদনার জন্য বরাদ্দ আছে ২৯ হজাার ১শ ২৩ কোটি টাকা। সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় পরিকল্পনায় আছে আরও ৩৪ হাজার ৯শ ১৮ কোটি টাকা। এই দুই খাত মিলে বরাদ্দ পেয়েছে মোট বাজেটের ১০ ভাগের ১ ভাগ।

এছাড়া কৃষিতে ৫ দশমিক ৩, জ্বালানিতে ৪ দশমিক ৫, আবাসনে ১ দশমিক ১, বিনোদনে দশমিক ৮ ও শিল্প ও অর্থনৈতিক সেবাখাতে দশমিক ৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটের ব্যয় পরিকল্পনায়।
আজহার লিমন। চীন আন্তর্জাতিক বেতার। ঢাকা।