লিয়াং চিং রু
2021-06-02 14:59:06

লিয়াং চিং রু আবার ফিশ লিয়াং নামেও পরিচিত। তাঁর আসল নাম লিয়াং ছুই পিং। তিনি ১৯৭৮ সালের ১৬ জুন মালয়েশিয়াতে জন্মগ্রহণ করেন। চীনের কুয়াং তোং প্রদেশের ফুও শান শহর হলো তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন বিখ্যাত পপসংগীত শিল্পী।

লিয়াং চিং রু_fororder_src=http___image.huanghepiao.com_images_upload_20190529_15591216709142&refer=http___image.huanghepiao

ছোটবেলায় লিয়াং চিং রু অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর বাবার প্রভাবে গানের প্রতি তিনি অনেক বেশি আগ্রহী হয়ে ওঠেন। তিনি প্রায়ই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আর প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। সংগীত প্রতিযোগিতা হোক, অথবা হস্তলিপিশিল্প প্রতিযোগিতা হোক, সবগুলোতে তিনি আগ্রহভরে অংশ নিতেন। তিনি অনেক আন্তঃস্কুল সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও ব্রোঞ্জ-আপ হয়েছেন। পাশাপাশি, তিনি হস্তলিপিশিল্প প্রতিযোগিতায়ও ভাল ফলাফল অর্জন করেছেন। এছাড়া, তিনি প্রচুর ব্যাকস্টেজ গান গেয়েছেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের লিয়াং চিং রু’র একটি গান শোনাতে চাচ্ছি, গানের নাম “প্রেমের গান”। শুনুন তাহলে গানটি। 

লিয়াং চিং রু_fororder_src=http___n.sinaimg.cn_sinacn23_266_w548h518_20180402_aa0c-fysuuxz8368641&refer=http___n.sinaimg

১৯৯৭ সালে সংগীত  প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে তিনি বিখ্যাত সুরকার লি জোং শেংয়ের নজর কাড়েন। শোবিজে ভাল করার জন্য তিনি একাই তাইওয়ানে যান। ১৯৯৯ সালে তিনি প্রথম একক অ্যালবাম ‘রাতারাতি বড়ো’ প্রকাশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০০০ সালে ‘সাহস’ নামের গান দিয়ে তিনি কিছু মনোযোগ আকর্ষণ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমরা সে গানটি শুনি, কেমন? আশা করি, আপনাদের ভাল লাগবে। শুনুন তাহলে “সাহস” গানটি।

লিয়াং চিং রু_fororder_src=http___00.minipic.eastday.com_20170409_20170409083658_12659b9f9fe7a1aaa0b3908ddd4cff02_1.jpeg&refer=http___00.minipic.eastday

বন্ধুরা, এতক্ষণ আপনারা শুলেন লিয়াং চিং রু’র ‘সাহস’ গানটি। আসলে গানটি তাঁর ২০০০ সালের আগস্ট মাসে প্রকাশিত একই নামের অ্যালবাম থেকে নেওয়া। এটি তাঁর দ্বিতীয় অ্যালবাম। অ্যালবামে ‘সাহস’সহ মোট ১০টি গান অন্তর্ভূক্ত হয়। ‘তোমাকে ভালোবাসতে শুধু দুয়েক দিন নয়’ অ্যালবামের অন্য একটি প্রধান গান। তাহলে এখনই আমি আপনাদের ‘তোমাকে ভালোবাসতে শুধু দুয়েক দিন নয়’ গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

লিয়াং চিং রু_fororder_src=http___img.dahepiao.com_uploads_allimg_200107_163879-20010F955335I&refer=http___img.dahepiao

২০০২ সালের ফেব্রুয়ারি মাসে লিয়াং চিন রু তাঁর চতুর্থ অ্যালবাম ‘সানরাইজ, আমি পছন্দ করি’ প্রকাশ করেন। অ্যালবামে ‘আমি পছন্দ করি’ ও ‘হ্যাপি ব্রেকআপ’সহ ১১টি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবাম দিয়ে তিনি হিটো পপসঙ্গীত পুরষ্কারে বার্ষিক হিটো বিদেশি গায়ক পুরষ্কার জিতেন। এর মধ্যে ‘হ্যাপি ব্রেকআপ’ গানটি নবম চায়না মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ ১০টি জনপ্রিয় গান পুরষ্কারসহ বেশ কয়েকটি পুরষ্কার জিতে। আচ্ছা, বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের ‘হ্যাপি ব্রেকআপ’ গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

লিয়াং চিং রু_fororder_u=22371560,2837461741&fm=26&fmt=auto&gp=0

‘দুঃখের বিষয়, তুমি নয়’ লিয়াং চিং রু ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত অ্যালবাম ‘সিল্ক রোডে’ অন্তর্ভূক্ত একটি গান। এটি চীনের বিখ্যাত একটি টিভি অনুষ্ঠানেরও গান। ২০১১ সালে লিয়াং চিন রু প্রকাশিত সিলেক্টেড অ্যালবাম ‘এখন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করি’-তে আবারও গানটি অন্তর্ভূক্ত হয়। এটা থেকে বোঝা যায়, গানটির জনপ্রিয়তা কতটুকু। বন্ধুরা, তাহলে এখন আমরা জনপ্রিয় সে গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। 

লিয়াং চিং রু_fororder_src=http___mmbiz.qpic.cn_mmbiz_jpg_zoagtalFVt77icFAax7F8Rq0jqJAEibvicpYY0zL0V32G5P6zU6YNd4JZgfQxOAibMpz9WyVbicMUfDZKXOxagIQiasQ_640_wx_fmt=jpeg&refer=http___mmbiz.qpic

‘শ্বাসকষ্ট’ গানটি লিয়াং চিং রু’র ২০০৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত অ্যালবাম ‘আরাধনায়’ অন্তর্ভূক্ত হয়। ২০০৮ সালে গানটি মালয়েশিয়া পিডাব্লিউএইচ সংগীত পুরষ্কারে সবচেয়ে জনপ্রিয় কারাওকে ব্রোঞ্জ পুরষ্কার জিতে। লিয়াং চিং রু গানটিকে অনেক পছন্দ করেন। অনেক অনুভূতি নিয়ে তিনি গানটি গান। আগের ভালোবাসা তাঁর মনে পড়ে এবং চোখের পানি পড়ে। সেই মনোভাব নিয়ন্ত্রণ করার জন্য তিনি অনেক চেষ্টা করেন। কেমন একটি রোমান্টিক গান? বন্ধুরা, তাহলে আমরা লিয়াং চিং রু’র গানের মধ্য দিয়ে সেটা অনুভব করব, কেমন? শুনুন তাহলে গানটি। 

লিয়াং চিং রু_fororder_src=http___i1.hdslb.com_bfs_archive_1d526087b270d086a446c49453feb209560c8fdf&refer=http___i1.hdslb

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘শান্ত গ্রীষ্ম’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। (প্রেমা/এনাম)