বিজ্ঞান ও প্রযুক্তির স্বনির্ভরতা এবং মেধার ওপর গুরুত্ব দেন সি চিন পিং
2021-06-02 15:22:59

২৮ মে বেইজিংয়ে চীনের বিজ্ঞান একাডেমির ২০তম শিক্ষাবিদ সম্মেলন, প্রকৌশল একাডেমি’র ১৫তম শিক্ষাবিদদের সম্মেলন এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাসোসিএশনের ১০ম প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং এতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এই ভাষণে বিজ্ঞান-প্রযুক্তির স্বাধীনতা ও স্বনির্ভরতাকে দেশ উন্নয়নের কৌলশগত স্তম্ভ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সি চিন পিং।

তিনি বলেন, সবার উচিত নতুন উন্নয়নের পর্যায়ে নতুন উন্নয়নের ধারণায় নতুন উন্নয়ন কাঠামো গড়ে তোলা এবং গুণগত মানসম্পন্ন উন্নতি করা।