ভাইরাসের উতস সন্ধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন: সিআরআই সম্পাদকীয়
2021-06-01 20:54:16

জুন ১: আজ (মঙ্গলবার) ৭৪তম বিশ্ব স্বাস্থ্য অধিবেশন শেষ হয়েছে। অধিবেশন চলাকালে কতিপয় মার্কিন রাজনীতিবিদ আবারও করোনাভাইরাসের উতস অনুসন্ধান নিয়ে চীনের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে। তারা চীনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার গালগল্প প্রচার করছে। 

মহামারী শুরুর এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র নিজের দেশে মহামারী প্রতিরোধে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভাইরাসের উতস অনুসন্ধানের জন্য আমন্ত্রণ জানায় নি। চীন ইতোমধ্যে সংস্থাটিকে আমন্ত্রণ জানিয়ে আন্তর্জাতিক তদন্তে সবরকম সহায়তা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে মিথ্যাচার করছে। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কর্মকাণ্ডে দেশটির চীনকে দোষী করার চক্রান্ত স্পষ্ট হয়ে ওঠেছে। 

এ বছরের ১৪ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৭ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ চীনের বিশেষজ্ঞদের সাথে একযোগে উহানে ভাইরাসের উতস অনুসন্ধানের কাজ করেছেন। তাঁরা উহান শহরের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, উহান ভাইরোলজি ইনস্টিটিউটসহ নানা স্থান অবাধে পরিদর্শন করেছেন। উন্মুক্ত, স্বচ্ছ এবং সর্বাত্বক পরিদর্শনের ভিত্তিতে তাঁরা এপ্রিল মাসের শেষ দিকে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে বলা হয়, করোনাভাইরাসের পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়া অসম্ভব। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, “করোনা মহামারী সংকট গত ১৭ মাস ধরে চলছে। বিশ্ব এখনো বিপদে রয়েছে”। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের কতিপয় লোকের উচিত ভিত্তিহীন অভিযোগ বন্ধ করা এবং চীনের মতই ভাইরাসের উতস অনুসন্ধানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানানো। মার্কিনীদের বৈশ্বিক মহামারী প্রতিরোধে অবদান রাখা উচিত বলেও সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়। 
(আকাশ/এনাম/রুবি)