ভাইরাসের উত্স নিয়ে আবারও মিথ্যাচারে মেতেছে কতিপয় মার্কিন রাজনীতিক: সিআরআই সম্পাদকীয়
2021-05-31 20:15:52

মে ৩১: সম্প্রতি কতিপয় মার্কিন রাজনীতিক আবারও চীনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছাড়িয়ে পড়ার মিথ্যাচারে মেতে ওঠেছে। তার জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী কার্যক্রম বিষয়ক নির্বাহী পরিচালক মাইকেল রাইয়ান বলেন, এখন রাজনীতি করার সময় নয়। ভাইরাসের উতস অনুসন্ধান নিয়ে রাজনীতি নেতিবাচক ভূমিকা পালন করছে। প্রকাশ্যে তার এ মনোভাব আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে মার্কিন অপরাজনীতিকদের গালে চপেটাঘাত বলে মনে করছেন অনেক বিশ্লেষক। 

সারা বিশ্বের বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের এমন অপরাজনীতির বিরোধিতা করছেন। গত এক বছর ধরে পরীক্ষাগার থেকে ভাইরাস ছাড়িয়ে পড়ার ধারণার বিরোধিতা করে আসছেন তাঁরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক বার চীনে এসে গবেষণা করার পর চলতি বছরের মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে নিশ্চিত করা হয় যে, করোনাভাইরাসের কোনো পরীক্ষাগার থেকে ছড়িয়ে পড়া অসম্ভব।

বিশ্ব বিখ্যাত সাময়িকী নেচারের ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত এক প্রবন্ধেও একই ধরণের কথা বলা হয়েছে। এতে গবেষকরা পরীক্ষাগার থেকে ভাইরাস ছাড়িয়ে পড়াকে গুজব হিসেব ওড়িয়ে দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ ডমিনিক ডোয়ার জানান, পরীক্ষাগার থেকে ভাইরাস ছাড়িয়ে পড়ার কোনোই প্রমাণ নেই। পাশাপাশি, ভাইরাসের উতস অনুসন্ধানের গবেষণায় চীন ইতিবাচকভাবে সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। 

ভাইরাসের উত্সের অনুসন্ধান একেবারে বৈজ্ঞানিক কাজ। এ ব্যাপারে আন্তর্জাতিক ঐক্যমত রয়েছে। পরীক্ষাগার থেকে ভাইরাস ছাড়িয়ে পড়া নিয়ে মার্কিনীদের অপরাজনীতি হাস্যকর এবং লজ্জাহীন বলে সিআরআইয়ের এক সম্পাদকীয়তে বলা হয়। (আকাশ/এনাম/রুবি)