রোববারের আলাপন-বেইজিং শীতকালীন অলিম্পিক গণশরীরচর্চাকে এগিয়ে নিচ্ছে
2021-05-30 19:52:15

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

বন্ধুরা,  আপনাদের মনে আছে যে, আগের অনুষ্ঠানে আমরা বলেছিলাম, বেইজিং ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উত্তরাধিকার হিসেবে অলিম্পিক ফরেস্ট পার্কের অধিবাসীরা শরীরচর্চাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য ধারাবাহিক খেলাধুলার স্থাপনা ও পার্ক নির্মাণ এবং উন্নত করা হচ্ছে। এসব চীনের জনগণের খেলাধুলা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।

 এনাম: হ্যাঁ। ভাই, আমি লক্ষ্য করেছি যে, বেইজিংয়ে অনেক পার্ক এখন নতুন করে নির্মাণ বা উন্নত করা হয়েছে। তাদের ভেতরে অনেক শরীরচর্চা যন্ত্র ও স্থাপনা প্রস্তুত করা হয়েছে। 

আকাশ: সময় পেলে আপনিও এ ধরনের শরীরচর্চা যন্ত্র ব্যহবার করতে পারেন। 

এনাম: অবশ্যই!

আকাশ: সম্প্রতি আমাদের সি চিন সান জেলাতে একটি নতুন পার্ক খোলা হয়েছে। আপনি সেখানে যেতে পারবেন। 

এনাম:....

আকাশ: বন্ধুরা, পা চাও নতুন পার্কটি বেইজিংয়ের সি চিন সান জেলায় অবস্থিত। সম্প্রতি তার নির্মানকাজ শেষ হলে অধিবাসীদের জন্য খোলে দেওয়া হয়েছে। সেখানে আগে একটি কাঁচা বাজার ছিল। তাকে একটি নতুন উন্মুক্ত শরীরচর্চা পার্কে পরিণত করা হয়। আশেপাশের অনেক লোকজন তাতে এসে শরীরর্চচা করেন। 

এনাম: পা চাও নতুন পার্ক হচ্ছে বেইজিং শহর উন্নয়নের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। তার নির্মাণকাজ ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হয়। শীতকালীন অলিম্পিক হচ্ছে তার থিম। এটি ২৮.৩ বর্গমিটার জুড়ে অবস্থিত।
পা চাও নতুন পার্কে প্রবেশ করলে, প্রথমে একটি ফুটবল মাঠ দেখতে পাওয়া যায়। পার্কে একটি ৪০০ মিটার দীর্ঘ দৌড়পথ রয়েছে। এ ছাড়া, তাতে বাস্কেটবল মাঠ, স্কেটবোর্ড পার্ক ও থিয়েটারও রয়েছে। শরীরচর্চার সংশ্লিষ্ট যন্ত্রপাতিতো রয়েছেই। 

পার্কের পূর্বাঞ্চলে অবস্থিত শিশুদের বিনোদন পার্ক। তাতে শিশুদের জন্য অনেক রাইডস ও খেলাধুলার যন্ত্রপাতি রয়েছে। গোটা পার্কটিকে সব বয়সের মানুষদের জন্য সাজানো হয়েছে। 

খেলাধুলার স্থাপনা ছাড়াও পার্কে অনেক গাছ ও ফুল চাষ করা হয়।