আপনার ডাক্তার
2021-05-28 20:25:49

আপনার ডাক্তার_fororder_shegnwu1

ফুসফুসের রোগ ব্যাপক হারে বাড়ছে বাংলাদেশ। এটি এমন এক রোগ, যা দীর্ঘমেয়াদি অসুস্থতা সৃষ্টি করে এবং মৃত্যুও ঘটায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৮ সালের 'হেলথ বুলেটিন' অনুযায়ী, বাংলাদেশে অসংক্রামক ব্যাধিতে যত মানুষের মৃত্যু হয়, তার ১০ শতাংশই হয় ফুসফুসের সমস্যাজনিত সমস্যায়। বুলেটিনে  বলা হয়েছে, শিশু মৃত্যুর যে ১০টি প্রধান কারণ রয়েছে তার মধ্যে দুই নম্বরে রয়েছে ফুসফুসের সমস্যা। যেসব মানুষ জাহাজভাঙা, ইট-পাথর ভাঙ্গা, তুলাচাষ ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত, তাদের ফুসফুসের রোগের ঝুঁকি আরও বেশি।

ফুসফুসের বিভিন্ন  সমস্যা ও চিকিৎসা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আতিকুর রহমান। ডা. মোহাম্মদ আতিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

 

## কি খাব কি খাব না