করোনায় শিক্ষা-সংস্কৃতির ক্ষতির দিকে প্রায় তাকাচ্ছি না আমরা: অধ্যাপক শফি আহমেদ
2021-05-28 19:56:55

করোনায় শিক্ষা-সংস্কৃতির ক্ষতির দিকে প্রায় তাকাচ্ছি না আমরা: অধ্যাপক শফি আহমেদ_fororder_wenhua6

ছবি: অধ্যাপক শফি আহমেদ

করোনা মহামারিতে আমরা অন্য সবকিছুর ক্ষতিকে যেভাবে পরিমাপ করছি, এমনকি গণমাধ্যমেও যেভাবে আসছে তাতে ব্যবসার ক্ষতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি,বড় ব্যবসায়ীদের প্রণোদন দেয়া,  ধনবৈষম্য ও দারিদ্র্য বাড়ছে ইত্যাদি অর্থনীতির সঙ্গে যুক্ত বিষয়গুলো মানুষের মনোযোগের মধ্যে আনা হচ্ছ। কিন্তু শিক্ষার দিকে আমরা প্রায় তাকাচ্ছি না বা আমাদের মনযোগে আনা হচ্ছে না। অথচ এ ক্ষেত্রে ক্ষতিটি অনেক বেশি হয়ে চলেছে।

আর সংস্কৃতির ক্ষেত্রে তো দুর্ভিক্ষের কাল চলছে। সংস্কৃতিতে যখন দুর্ভিক্ষ চলে এবং করোনার সময় যখন চলছে ঠিক সেই সময়ে আমাদের দেশে ও বৃহত্তর সমাজে প্রতিক্রিয়াশীল শক্তি, ধর্মান্ধ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দেশের ভেঙ্গেপড়া শিক্ষাব্যবস্থা ও স্থবির সংস্কৃতি অঙ্গন নিয়ে খোলামেলা কথা বললেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক শফি আহমেদ। বললেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা ও নিজের লেখালেখির কথা।

-হাশিম