সু শি: চিরায়ত চীনা সাহিত্যের সব্যসাচী কবি
2021-05-28 19:50:38

চিরায়ত চীনা সাহিত্যে অন্যতম সেরা ব্যক্তিত্ব হলেন সু শি। তিনি ছিলেন একাধারে কবি, লেখক, রাজনীতিবিদ, ক্যালিগ্রাফার বা হস্তলিপিশিল্পী, চিত্রশিল্পী, এবং চিকিৎসক। সং রাজবংশের সময়কার উজ্জ্বলতম নক্ষত্র হলেন সু শি। তিনি সু তং ফো নামেও পরিচিত ছিলেন। তার ভ্রমণগদ্য থেকে সং রাজবংশের সময়কার চীন বিষয়ে অনেক তথ্য পাওয়া যায়।

সু শি: চিরায়ত চীনা সাহিত্যের সব্যসাচী কবি_fororder_wenhua4

১০৩৭ সালের ৮ জানুয়ারি সিচুয়ান প্রদেশের মেইশানে তিনি জন্মগ্রহণ করে। তার বাবা সু সুন এবং ভাই সু চা দুজনেই ছিলেন লেখক। গ্রামের বিদ্যালয়ে একজন তাও পুরোহিতের কাছে তার শিক্ষাজীবন শুরু হয়। তিনি ও তার ভাই দুজনেই সরকারি চাকরির পরীক্ষায় কম বয়সে পাশ করে সম্রাট রানচোংয়ের মনোযোগ আকর্ষণ করেন। এরপরে আরেকটি পরীক্ষাতেও সু শি উচ্চ মেধার পরিচয় দিয়ে খ্যাতি অর্জন করেন। তিনি বিভিন্ন উচুঁ পদে চাকরি করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তার কবিতা লেখাও চলতে থাকে। একটি কবিতায় তিনি সরকারি কাজের সমালোচনা করেন। ফলে রাজরোষে পড়ে তাকে নির্বাসন দণ্ড মেনে নিতে হয়।

শান্তা/হাশিম