ওসমানী মেডিকেলে ১০ হাজার লিটারের অক্সিজেন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত
2021-05-28 20:04:38

করোনা মহামারিতে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার লিটার উৎপাদন ক্ষমতার অক্সিজেন প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালকে ২ হাজার সজ্জায় উন্নীত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। সরকারি এ্যাম্বুলেন্সের ব্যবহার উৎসাহিত করতে হাসপাতাল চত্বরে একইসাথে ৫টির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়।