১২২তম নজরুল-জয়ন্তী: শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ
2021-05-28 19:47:00

১২২তম নজরুল-জয়ন্তী: শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ_fororder_wenhua1

ছবি: জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

বিনম্র শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় জাতি স্মরণ করেছে প্রেম ও দ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

কবির ১২২তম জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে করোনাভাইরাস মহামারির কারণে এবারের আয়োজন ছিল সীমিত। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

নজরুলজয়ন্তী উপলক্ষে অনলাইনে আলোচনা ও লাইভ সংগীতানুষ্ঠানের আয়োজন করে ছায়ানটসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘শান্তির জয় হোক’ অনুষ্ঠানে নজরুলের মানবতা, স্বদেশ ও উদ্দীপনামূলক গান ও কবিতা পরিবেশন করেন শিল্পীরা।

ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘শান্তির জয় হোক’ অনুষ্ঠানে নজরুলের মানবতা, স্বদেশ ও উদ্দীপনামূলক গান ও কবিতা পরিবেশন করেন শিল্পীরা। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত ফেসবুক লাইভে ‘কবি স্মরণ’ অনুষ্ঠানে নজরুলের গান শোনান শিল্পীরা।

১২২তম নজরুল-জয়ন্তী: শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ_fororder_wenhua3

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র আয়োজন করে ওয়েবিনার। এতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ বিশিষ্টজনরা অংশ নেন। এ ছাড়াও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় আয়োজন করে ওয়েবিনার ‘বিদ্রোহী নজরুল: চির-দুর্জয়’।

২০২০ সালে অনলাইনে সাহিত্য পড়েছেন চীনের ৪৭ কোটি মানুষ

১২২তম নজরুল-জয়ন্তী: শ্রদ্ধা-ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ_fororder_wenhua2

চীনে সাহিত্যপ্রেমীর সংখ্যা বাড়ছে

দেশে দেশে সাহিত্য নিয়ে মানুষের আগ্রহ কমছে কিনা- এই আলোচনা যখন সর্বত্র ঠিক তখন স্রোতের উল্টোপথে হাটছেন চীনের সাহিত্যপ্রেমীরা। ঐতিহাসিকভাবেই সাহিত্য চর্চায় সমৃদ্ধ চীনে সাহিত্যের মর্যাদা কমেনি একটুও। বরং দিনদিন আরও বাড়ছে সাহিত্যচর্চার পরিধি। সাহিত্য নিয়ে চীনের নাগরিকদের এই প্রেম নিয়ে চমকপ্রদ তথ্য উপস্থাপন করেছে চীনের সাহিত্যিকদের সংগঠন চায়না রাইটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির তথ্য মতে, ২০২০ সালে শুধু চীনেই অনলাইনে সাহিত্য পড়েছেন চীনের ৪৬৭ মিলিয়ন বা ৪৬ কোটি ৭০ লাখ মানুষ। আর ২০২০ সালে অনলাইনে চীনা সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে প্রায় ২৮ মিলিয়ন। চংছিং শহরে অনুষ্ঠিত এক সাহিত্য ফোরামে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নতুন সাহিত্যকর্মের ক্ষেত্রে করোনার সম্মুখ্সারির যোদ্ধা ও দারিদ্র্য বিমোচনের বিরুদ্ধে লড়াইয়ের মতো বাস্তববাদী ঘরানার কাজগুলো বেশি প্রাধান্য পেয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১০ হাজারেরও বেশি চীনের অনলাইন সাহিত্যকর্ম বিদেশের বাজারে প্রবেশ করে যা ১০ কোটিরও বেশি বিদেশী পাঠককে আকর্ষণ করে।

তানজিদ/হাশিম