‘দ্বাদশ চীন উপগ্রহ নেভিগেশন বার্ষিক সম্মেলন’ অনুষ্ঠিত
2021-05-27 15:52:34

‘দ্বাদশ চীন উপগ্রহ নেভিগেশন বার্ষিক সম্মেলন’ অনুষ্ঠিত_fororder_f7246b600c338744781dab1e7baa05ffd62aa020

মে ২৭: ‘দ্বাদশ চীন উপগ্রহ নেভিগেশন বার্ষিক সম্মেলন’ গতকাল (বুধবার) চীনের চিয়াং সি প্রদেশের নান ছাং শহরে উদ্বোধন করা হয়েছে। গত বছরের জুলাই মাসের শেষ দিকে, পেইতৌ-৩ বৈশ্বিক উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর থেকে, ব্যবস্থাটি বিশ্বের ১২০টির বেশি দেশ ও অঞ্চলে ব্যবহার করা হয়েছে। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী শুরু হলে, পেইতৌ ব্যবস্থা অনলাইনে আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থায় উন্নীত হওয়ার কাজও চলছে। 

‘দ্বাদশ চীন উপগ্রহ নেভিগেশন বার্ষিক সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে চীনের উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা কমিটির চেয়ারম্যান হ্য ইয়ু পিন তার বক্তৃতায় বলেন, গত বছরের জুলাই মাসের শেষ দিকে, পেইতৌ-৩ বৈশ্বিক উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়। এরপর থেকে, চীন প্রাথমিকভাবে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন পেইতৌ অপারেটিং ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলেছে এবং পেইতৌ ব্যবস্থার বিদেশি প্রয়োগ জোরদার হয়েছে।

হ্য বলেন, “আসল পরিমাপে দেখা যায়, পেইতৌ ব্যবস্থা বেশ স্থিতিশীল; এটি বিশ্বের উন্নত পর্যায়ে রয়েছে। পেইতৌ ব্যবস্থার বিদেশের প্রয়োগও বেশ জোরদার হয়েছে। ব্যবস্থাটি বিশ্বের ১২০টির বেশি দেশ ও অঞ্চলে ব্যবহৃত হচ্ছে।”

হ্য উল্লেখ করেন, বর্তমান বিশ্বে নতুন দফার বিজ্ঞান বিপ্লব ও শিল্প বিপ্লব গভীরভাবে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক উপগ্রহ নেভিগেশন কাজ উদ্ভাবন ও উন্নয়নের একটি নতুন যুগ শুরু হয়েছে। তাই, আমাদের উচিত উদ্ভাবন জোরদার করা, উন্মুক্তকরণ ও সহযোগিতা বাড়ানো, বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে পেইতৌ ব্যবস্থার উচ্চ মানের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া।

হ্য বলেন, “ইতিহাসে দেখা যায়, নিজের উন্নয়নের পথ বন্ধ করলে অল্প উন্নয়ন বাস্তবায়িত হবে; অন্যদিকে উন্মুক্তকরণ আমাদের সহযোগিতার আওতা বাড়াবে এবং উভয়ের জয় বাস্তবায়িত হবে।”

চীনের উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা কার্যালয়ের উপ-পরিচালক ইয়াং চুন বলেন, বর্তমানে পেইতৌ ব্যবস্থা একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, চীনের বৈশিষ্ট্যময় পেইতৌ পরিচালনা ব্যবস্থাপনার মাধ্যমে পেইতৌ-৩ ব্যবস্থা চালু হওয়ার পর ব্যবস্থার এর কার্যকারিতা স্থিতিশীল ও একই সাথে উন্নত হচ্ছে।

চীনের উপগ্রহ নেভিগেশন ব্যবস্থা কার্যালয়ের উপ-পরিচালক ইয়াং চুন বলেন, “বর্তমানে পেইতৌ ব্যবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে, পেইতৌ এর স্থানাংক ফ্রেম এবং আন্তর্জাতিক স্থানাংক ফ্রেম খুবই সামঞ্জস্যপূর্ণ। এ ব্যবস্থার ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা উচ্চ পর্যায়ে রয়েছে। বলা যেতে পারে, পেইতৌ ব্যবস্থা প্রথম শ্রেণির সূচক, প্রথম শ্রেণির পরিচালনা এবং প্রথম শ্রেণির পরিষেবা দিতে পারে।”

ইয়াং চুন আরও বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী শুরু হলে, পেইতৌ ব্যবস্থা অনলাইনে আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিয়েছে। তিনি বলেন,

“চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের নিয়মিত বৈঠক কাঠামোর আওতায়, চীন ও রাশিয়া যৌথভাবে একটি ২০২১-২০২৫ চীন-রাশিয়া উপগ্রহ নেভিগেশন সহযোগিতা কার্যকর পরিকল্পনার” খসড়া তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতাও চলছে। তা ছাড়া আমরা পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বিভিন্ন পর্যবেক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্জেন্টিনার সঙ্গে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছি। আমরা চীন-আসিয়ান পেইতৌ প্রয়োগ এবং শিল্প উন্নয়ন সহযোগিতা ফোরামে অংশ নিয়েছি। পেইতৌ বিস্তৃতভাবে আসিয়ানে ব্যবহৃত হয়েছে।”

ইয়াং চুন বলেন, পেইতৌ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সংস্থায় অন্তর্ভুক্ত করার কাজ চলছে। বেসামরিক বিমান চলাচল এবং সামুদ্রিক সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় উন্নীত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পেইতৌ।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)