‘এখনই প্রেমে পড়বো’
2021-05-27 15:12:53

‘এখনই প্রেমে পড়বো’_fororder_liwen

লি ওয়েন, ১৯৭৫ সালের ১৭ জানুয়ারি চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯৩ সালে তিনি হংকংয়ের টিভিবি টিভি স্টেশনের আয়োজিত ‘নতুন কণ্ঠশিল্পীর সংগীত প্রতিযোগিতায়’ অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার পান, এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

১৯৯৪ সালে লি ওয়েনের প্রথম অ্যালবাম ‘এখনই প্রেমে পড়বো’ প্রকাশিত হয়। ১৯৯৬ সালে লি ওয়েন সনি মিউজিক কোম্পানিতে যোগ দিয়ে ‘লি ওয়েন’ নামে অ্যালবাম প্রকাশ করেন। একই বছর তাঁর অ্যালবাম ‘CoCo’s Party’ চীনের তাইওয়ান প্রদেশে ৫.৩ লাখ কপি বিক্রি হয়।

 

এখন শুনুন লি ওয়েনের গান ‘নিজে’। গানের কথায় বলা হয়: ভালোভাবে, নদীর পানিতে নিজের ছায়া দেখি, সে আরেকটি আমি! সে আমার সবচেয়ে সত্য অনুভূতি। আমি এই বিশ্বে আরো শক্তিশালী, আরো সাহসী জীবন দেখাতে চাই। আমার মনের আমি, আরো সুন্দর হই। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লি ওয়েনের গান ‘সত্যি তোমাকে দেখতে চাই’। গানের কথায় বলা হয়: গতকালের আজ, আমরা এই রাস্তায় দেখা করেছি। তোমার হাসিমুখ, প্রতিদিন মনে পড়ে। কফি দোকানে বসি, আনন্দের দুনিয়া, বাসায় ফেরার সময় ভুলে গেছি। তখন তোমাকে একবার দেখতে পারি, আজ রাতে, এখনই। আমি সত্যিই তোমাকে দেখতে চাই। আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘চাঁদ প্রেমিকা’। গানের কথাগুলো এমন: আমি জেগে উঠেছি, চাঁদের আলোয়। তোমাকে মিস করি, জেগে উঠতে চাই না। চোখ খুলে দেখি তুমি নেই। প্রেমিকার মন, সমুদ্রের মত গভীর। আমাকে নিয়ে যাও, তাকে খুঁজে বের করো। আমাকে হাজার বছর ভালোবাসা দাও। আচ্ছা, শুনুন এই গান।

‘এখনই প্রেমে পড়বো’_fororder_liwen2

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি ওয়েনের গান ‘তোমাকে মিস করার ৩৬৫ দিন’। গানের কথায় বলা হয়: বসন্তের বাতাসে, আমাদের বিদায়ের সময়। গ্রীষ্মকালের বৃষ্টিতে, একাকী বাড়িঘর ভিজে যায়। শরত্কালের পাতায়, তোমার চিঠি পাই। শীতকালের তুষার, আবার নতুন বছর হয়। তোমাকে মিস করার ৩৬৫ দিনে, তোমার প্রিয় গান শুনি। তুমি সবসময় আমার মনে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)