ওয়াং লিহোম
2021-05-26 15:05:22

ওয়াং লিহোম ১৯৭৬ সালের ১৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টারে জন্মগ্রহণ করেন। চীনের চেচিয়াং প্রদেশের ই উ শহর হলো তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসঙ্গীত গায়ক, সুরকার, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক। তিনি যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ ও বার্কলি কলেজ অব মিউজিক থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালে ওয়াং লিহোম বেহালা শিখতে শুরু করেন। তখন তিনি প্রতিদিন ৬ ঘন্টা চর্চা করেন। ১৯৮৪ সালে তিনি পিয়েনো শিখতে শুরু করেন। ১৯৮৯ সালে যখন লিহোমের বয়স ১৩ বছর, তখন তিনি প্রথম একক গান রচনা করেন। একই বছর তিনি বাদক দল রচেস্টার পিলহ্যামনিকা যুব অর্কেস্ট্রার বেহালাবাদক হন। এপ্রিল মাসে স্কুলের গীতিনাট্য পরিবেশনায় অংশ নেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদের লিহোমের একটি গান শোনাব, গানের নাম ‘একমাত্র’। গানটি তাঁর ২০০১ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত অ্যালবামের শিরোনাম সংগীত। শুনুন তাহলে গানটি।

ওয়াং লিহোম_fororder_src=http___nimg.ws.126.net__url=http%3A%2F%2Fdingyue.ws.126.net%2F2021%2F0517%2Fe222e910j00qt88w7000od000hs00g5p&thumbnail=650x2147483647&quality=80&type=jpg&refer=http___nimg.ws.126

১৯৯৫ সালে লিহোম তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশ করার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৮ সালে তিনি ‘বিপ্লব’ নামে অ্যালবাম প্রকাশ করেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরের বছর অ্যালবামটি দিয়ে তিনি দশম তাইওয়ান গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা চীনা ভাষার গায়ক ও সেরা রেকর্ড প্রযোজক পুরষ্কার জিতেন। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের ‘বিপ্লব’ গানটি শোনাতে চাচ্ছি। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। শুনুন তাহলে গানটি। 

ওয়াং লিহোম_fororder_u=799310430,3837909079&fm=26&fmt=auto&gp=0

‘বড় শহর ছোট ভালোবাসা’ গানটি লিহোমের ২০০৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত এক অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। এটা তাঁর প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলোর অন্যতম। কারণ তিনি তখন নিউইয়র্ক ও থাইপেই শহরের মধ্যে যাতায়াত করতেন। তিনি মনে করেন, বড় শহরে বসবাসরত মানুষের জন্য একটি সহজ কিন্তু দূরত্বের ভাবানুভূতি রক্ষা করা সহজ নয়। সুতরাং তিনি গানটি সৃষ্টি করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের গানটি শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। 

ওয়াং লিহোম_fororder_src=http___img.article.pchome.net_00_23_15_12_pic_lib_s960x639_16s960x639&refer=http___img.article.pchome

‘হার্টবিট’ গানটিতে প্রেমিক-প্রেমিকার ভাবাবেগ ফুটে ওঠেছে। কান্না ও ঝগড়ার পর শুরুর দিকে ভালোবাসা নিয়ে অনুতাপ হয়। গানটিতে ব্যবহৃত প্রত্যেক সঙ্গীতের বিন্যাস, গিটার, পিয়েনো, বাস ও টম সবই লিহোম একাই সৃষ্টি করেন এবং বাজান। তিনি গানটিতে একেবারে হৃদয়ের অনুভূতি প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখনই আমি আপনাদের ‘হার্টবিট’ নামের গানটি শোনাচ্ছি, শুনুন তাহলে গানটি। 

ওয়াং লিহোম_fororder_src=http___hbimg.b0.upaiyun.com_c1814539ce042201408b9cda3076e3ca8bcfa90630afc-EEv8VV_fw658&refer=http___hbimg.b0.upaiyun

‘এখনো তোমাকে ভালবাসি’ লিহোমের সৃষ্ট গানগুলোর অন্যতম। তিনি মনে করেন, প্রত্যেকটি ভালোবাসার চলচ্চিত্র অথবা গল্প শেষ হয়ে গেলেও ভালোবাসাটি শেষ হয় না। তবে, সময়ের সাথে সাথে ভালোবাসাটির অস্তিত্ব ম্রিয়মান হয়। ভালোবাসা প্রত্যেকের চোখের অভিব্যক্তি, প্রত্যেকের শ্বাসে, ক্রিয়াকলাপে ও মুখের ভাবে আছে। বাইরের পরিবেশ অব্যাহতভাবে পরিবর্তিত হলেও ভালোবাসা সব সময় সুন্দর। ভালোবাসা যেমন সুন্দর, গানটিও সুন্দর। তাহলে বন্ধুরা, এখন আমরা সুন্দর সেই গানটি শুনব, কেমন? শুনুন তাহলে গানটি। 

ওয়াং লিহোম_fororder_src=http___b-ssl.duitang.com_uploads_item_201203_26_20120326152306_eXrxK.thumb.700_0.jpeg&refer=http___b-ssl.duitang

‘জুলিয়া’ গানটি লিহোমের ২০০২ সালে প্রকাশিত ‘তোমাকে মিস করা অসম্ভব’ অ্যালবামে অন্তর্ভূক্ত হয়। গানটির চীনা ও ইংরেজী ভাষার দু’টো সংস্করণ আছে। কিন্তু আজকের অনুষ্ঠানে আমি আপনাদের গানটির চীনা ভাষার সংস্করণ শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি।

ওয়াং লিহোম_fororder_src=http___s1.sinaimg.cn_bmiddle_4af3e9fag60e7742ccb40&refer=http___s1.sinaimg

প্রিয় শ্রোতাবন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘তুমি আমার ভালোবাসা’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।  (প্রেমা/এনাম)